প্রকাশ: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ৩:১৯ পিএম | অনলাইন সংস্করণ
আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন। বিএনপির সমর্থকরা স্থানীয় নির্বাচনে অংশ নিচ্ছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।
নির্বাচন উপলক্ষে রাজবাড়ী জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
ইসি আলমগীর বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে না, কিন্ত তার সমর্থকরা অংশ নিচ্ছেন। রোববার দেশের বিভিন্নস্থানে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তাতে মনে হয়েছে জনগণ নির্বাচন কমিশনের ওপর আস্থা অর্জন করেছে।
জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, ৪৭ বিজিবি সেকেন্ড ইন কমান্ড মেজর রকিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক জেলা নির্বাচন অফিসার, মো. অলিউল ইসলাম প্রমুখ।
ভোরেরর পাতা /আরএস