শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন সভাপতি হাবিব উল্লাহ ডন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৫:৩০ পিএম আপডেট: ২৭.১১.২০২৫ ৫:৪৬ PM

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের কমিটি পুন:গঠন করেছে। সোমবার (২৪ নভেম্বর) বাণিজ্য উদ্যোক্তা ও কৃতি খেলোয়াড় মো. হাবিব উল্লাহ ডনকে সভাপতি ও রাসেল কবির সুমনকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কামটি গঠনের মধ্য দিয়ে স্তিমিত হয়ে যাওয়া ব্যাডমিন্টন খেলায় নতুন জাগরণ তৈরির পদক্ষেপ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

নতুন গঠিত কমিটির সভাপতি মো. হাবিব উল্লাহ ডন গত তিন দশক ধরে দেশের ক্রীড়াঙ্গনে সংগঠক এবং অনুরাগী হিসেবে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের গৌরবময় সময়ে ক্রিকেট কমিটির সহসভাপতি হিসেবে তিনি দীর্ঘদিন নেৃতৃত্ব দিয়েছেন। বাংলাদেশ জিমন্যাস্টিক ফেডারেশন এবং ভলিবল ফেডারেশনের সহসভাপতির দায়িত্বের সময় হাবিব উল্লাহ ডন তৃণমূল পর্যায়ে খেলাধুলা বিস্তৃত করার কাজে নিবেদিত ছিলেন।

বিভিন্ন সামাজিক ক্লাব বিশেষ করে ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, বনানী ক্লাবের ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকান্ডে জড়িত মো. হাবিব উল্লাহ ডন গুলশান ব্যাডমিন্টন ক্লাবেরও অন্যতম সংগঠক। বিভিন্ন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি খেলোয়াড় হিসেবে বহু পুরষ্কার ও সাফল্য অর্জন করেছেন।

অটোমোবাইল খাত, এয়ার লাইন্স ইন্ড্রাস্ট্রি, রিয়েল এস্টেট সেক্টর ও স্পোর্টস এন্ড ওয়েলনেস ইক্যুইপমেন্ট খাতের উদ্যোক্তা মো. হাবিব উল্লাহ ডন এ.এম গ্রুপের চেয়ারম্যান হিসেবে বাণিজ্য অঙ্গনে সুপরিচিত ব্যক্তিত্ব। দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআইয়ের সহসভাপতি এবং বাংলাদেশ ও কমনওয়েলথভূক্ত স্বাধীন রাষ্ট্র সমূহের যৌথ চেম্বারের সভাপতি এবং রিকন্ডিশন্ড মোটরযান সেক্টরের প্রভাবশালী সংগঠন বারভিডার সভাপতি পদে ৪ মেয়াদে দায়িত্ব পালনের সময় হাবিব উল্লাহ ডন ব্যাবসায়ীদের কল্যাণ ও বেসরকারি খাতের বিকাশে বহুমাত্রিক অবদান রেখে পেশাগত জীবনকে সমৃদ্ধ করেছেন।

বহুদিন পর সত্যিকার পেশাদার ও ক্রীড়া ব্যাক্তিত্বদের নিয়ে ফেডারেশন কমিটি গঠন করায় ব্যাডমিন্টন অঙ্গনের সংশ্লিষ্টরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। জেলা উপজেলা পর্যায়ে ব্যাডমিন্টন খেলাকে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করার লক্ষ্যে অবকাঠামো তৈরিসহ নিয়মিত জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে বর্তমান কমিটি কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


আরও সংবাদ   বিষয়:  হাবিব উল্লাহ ডন   বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com