
টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারত থেকে সরাতে আইসিসির সিদ্ধান্ত বদলানোর শেষ চেষ্টা হিসেবে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসির ডিসপিউট রেজোলিউশন কমিটিতে আবেদন করেও কোনো ফল না পাওয়ায় এবার কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের দ্বারস্থ হওয়ার পথেই হাঁটছে বিসিবি।
এর আগে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতের বাইরে হাইব্রিড মডেলে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। তবে আইসিসি বোর্ডের ভোটাভুটিতে ১৪-২ ব্যবধানে সেই প্রস্তাব নাকচ হয়ে যায়। স্বাধীন নিরাপত্তা মূল্যায়নে হুমকির মাত্রা কম থেকে মাঝারি উল্লেখ করে ভারতের ভেন্যুতেই ম্যাচ রাখার সিদ্ধান্ত দেয় আইসিসি।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিসিবি আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি ডিআরসিতে আবেদন জানায়। কিন্তু ডিআরসির কার্যপরিধির ১.৩ ধারা অনুযায়ী আইসিসি বোর্ড অব ডিরেক্টরস বা অনুমোদিত কোনো কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শোনার এখতিয়ার এই কমিটির নেই। ফলে আবেদনটি শুনানির পর্যায়েই গৃহীত হয়নি।
বিসিবির একটি সূত্র ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে জানায়, ডিআরসিতে ব্যর্থ হলে একমাত্র পথ হিসেবে সুইজারল্যান্ডের কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে যাওয়ার সুযোগ রয়েছে। বোর্ড সেই প্রস্তুতিই নিচ্ছে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আগেই স্পষ্ট করেন, নিরাপত্তাজনিত কারণে জাতীয় দল ভারত সফর করবে না। বিসিবির পক্ষ থেকে জানানো হয়, এই অবস্থান বোর্ডের একক সিদ্ধান্ত নয়, সরকারের সিদ্ধান্তের প্রতিফলন।
আইসিসি বোর্ডের একাধিক সূত্র জানিয়েছে, বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পথে যাওয়ায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ওপর ক্ষোভ রয়েছে। আইসিসিকে আগে না জানিয়ে সংবাদ সম্মেলন করার বিষয়টিও নেতিবাচকভাবে দেখছেন বোর্ড সদস্যরা।
এদিকে আইসিসি ইতোমধ্যে সম্ভাব্য বদলি দল হিসেবে স্কটল্যান্ডকে প্রস্তুত থাকতে বলেছে। আইসিসি চেয়ারম্যান জয় শাহ বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। শনিবারের মধ্যেই বাংলাদেশের পরিবর্তে কোন দল খেলবে সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
ডিআরসি ব্রিটিশ আইন অনুসারে পরিচালিত হয়। এর আগে ২০১৮ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের করা ৭ কোটি ডলারের ক্ষতিপূরণ দাবিও এই কমিটি খারিজ করেছিল। ডিআরসি মূলত আইসিসি বোর্ড নিয়ম মেনে সিদ্ধান্ত নিয়েছে কি না, সেটিই যাচাই করে। এটি কোনো আপিল আদালত নয়।
এই কমিটিতে প্রধান হিসেবে আছেন মাইকেল বেলফ। সদস্য হিসেবে রয়েছেন মাইক হেরন, উইনস্টন অ্যান্ডারসন, ডিওন ভ্যান জিল, গ্যারি রবার্টস, গুও কাই, অ্যানাবেল বেনেট, জ্যঁ পলসন, পিটার নিকলসন, বিজয় মালহোত্রা, স্যালি ক্লার্ক।