কুমিল্লা-২(হোমনা-তিতাস): বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীর তালা প্রতীকের মিছিল
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৫:১৬ পিএম

১২ ফেব্রুয়ারী অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২(হোমনা -তিতাস) আসনে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আবদুল মতিন খানের তালা প্রতীক নিয়ে বিশাল এক মিছিল করেছেন কর্মী সমর্থকরা। আজ ২৪ জানুয়ারি সকাল ১০ টায় নির্বাচনি এলাকার তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে এই মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশগ্রহণ করেন।এবং মিছিলের সময় তালা মার্কার স্লোগানে মূখরিত হয়ে উঠে পুরো বাতাকান্দি বাজার।
মিছিলের নেতৃত্বে ছিলেন জহিরুল ইসলাম জাদু মোল্লা,এমদাদুল হক ফুল মিয়া, মনির হোসেন ভূইয়া, আদিলুর রহমান আদিল,হাসান মাহমুদ অপু,সোহেল খান,রুবেল মিয়া,রুবেল খান প্রমুখ।
সরেজমিনে তিতাস উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে দেখা যায় স্বতন্ত্র প্রার্থী আবদুল মতিন খানের সমর্থক গোষ্ঠী পাড়া- মহল্লার চা দোকান গুলোতে তালা মার্কাকে বিজয়ী করতে একে অপরের সাথে মতবিনিময় করছেন এবং মা-বোনদের কাছে বিনয়ের সাথে তালা মার্কার জন্য ভোট প্রার্থনা করেছেন।
নারান্দিয়া ইউনিয়নের ভোটার ফজিলাতুন্নেছা (৭০)বলেন মতিন খান আমাদের এলাকার লোক তালা মার্কা পাইছে আমি তাকেই ভোট দিমু।
সাতানী ইউনিয়নের সাধারণ ভোটার কৃষক মো. আবুল কালাম বলেন মতিন খান ভালো মানুষ আমরা তালা মার্কায় ভোট দিমু ইনশাআল্লাহ।
কলাকান্দি ইউনিয়নের ভোটার শাহজালাল বলেন,বিএনপির প্রার্থীর বাড়ি অন্য আসনে।মতিন খানের বাড়ি তিতাসে এবং ওনি ভালো মানুষ আমরা তাকেই ভোট দিমু।এবং মতিন খান বিজয়ী হলে হোমনা তিতাসের উন্নয়ন হবে।