প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১০:১৮ পিএম

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে আমের উতপাদন বর্তমানে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এসব আম মিলছে ঐতিহ্যবাহী কানসাট আম বাজারে। আজ শুক্রবার ছুটির দিনেও কাটিমন জাতের আম নিয়ে এসেছিলেন এক ব্যবসায়ী। মূলত এখন কাটিমন জাতের আমই পাওয়া যাচ্ছে বাজারে।
আম চাষী ও ব্যবসায়ীরা জানিয়েছেন, বেশ কিছু নাবী জাত, বিশেষ করে কাটিমন জাতের আম চাষ সম্প্রসারণ হয়েছে জেলাজুড়ে। এ কারণে শীতকালেও পাওয়া যাচ্ছে এ জাতের আম।
শুক্রবার কানসাট বাজারে গিয়েছিলেন কৃষি উদ্যোক্তা গোলাম মোস্তফা সুমন। এ সময় বাজারে বিক্রি হচ্ছিল কাটিমন আম। তবে দাম ছিল অনেক বেশি। গোলাম মোস্তফা সুমন কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেন। তিনি জানান, বাজারে আসা আমগুলোর আকার ও রঙ ভালো ছিল। দাম চাওয়া হয় প্রতি মণ ১৬ হাজার টাকা।
শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া বলেন, শিবগঞ্জ উপজেলায় ২ হাজার ১৫০ হেক্টর জমিতে কাটিমন জাতের আম বাগান রয়েছে। অসময়ের আম হিসেবে পরিচিত পাওয়ায় এ আমের চাহিদা বাড়ছে দিন দিন।
তিনি বলেন, গত সপ্তাহেই ১৩-১৪ হাজার টাকা মণ দরে বিক্রি হয়েছে আম। এখন ১৬ হাজার টাকা হলে সেটা অস্বাভাবিক নয়।