বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে গুণতে হবে টাকা    হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা   ৮ জেলার শীত নিয়ে বড় দুঃসংবাদ    রাবির বি ইউনিটের ফল প্রকাশ   পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন    
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ
মৌলভীবাজার জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১০:১৯ পিএম

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাইয়ের আজাদী কণ্ঠ - শরীফ ওসমান হাদীর উপর গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা বিএনপি।

শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ৪টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, শহরের চৌমূহনা চত্বর থেকে জেলা বিএনপির এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় দলীয় নেতা-কর্মীরা নানা স্লোগান দিতে দিতে এ হামলার প্রতিবাদ ও বিচারের দাবি জানান। বিক্ষোভ মিছিলে মৌলভীবাজার জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্চাসেবক দলসহ বিএনপির অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। 
মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা ওসমান হাদির উপর এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের সন্ত্রাসী হামলা নির্বাচন ও দেশের গণতান্ত্রিক রাজনীতিকে বাধাগ্রস্থ করার অপচেষ্টা, দ্রত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। 

এদিকে জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী উপর এমন গুলিবর্ষণ জাতীয় নিরাপত্তা ও গণতান্ত্রিক চেতনার উপর সরাসরি আঘাত উল্লেখ করে এর সুষ্ঠ বিচারের দাবি জানিয়ে রাতে প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজারের বিপ্লবী ছাত্র জনতা ও এনসিপি। এসময় তাঁরা বলেন একের পর এক জুলাই যোদ্ধাদের উপর হামলা প্রমাণ করে এটি কেবল ব্যক্তি আক্রমণ নয়, বরং ন্যায়বিচার, স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধকে স্তব্ধ করার গভীর ষড়যন্ত্র।

ওসমান হাদির উপর এমন নৃশংস হামলার প্রতিবাদ জানিয়েছে মৌলভীবাজারের ছাত্রশিবিরও। শুক্রবার রাতে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে শহরে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা।
এ.এস.কাঁকন,জেলা প্রতিনিধি মৌলভীবাজার



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com