প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৭:০৮ পিএম

টানা ২৮ ঘণ্টা চেষ্টা চালিয়েও গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধার করা যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা গর্তটি ৪২ ফুট নিচ পর্যন্ত ক্যামেরা দিয়ে বারবার অনুসন্ধান করেন, কিন্তু শিশুটির অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে ফায়ার সার্ভিস জানায়, শিশুটিকে উদ্ধারে এখন বড় পরিসরে মাটি খোঁড়া হচ্ছে। সময় আরও লাগতে পারে, তবে সাজিদকে জীবিত অবস্থায় উদ্ধার করার লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা। উদ্ধার অভিযানে আটটি ইউনিট কাজ করছে এবং তিনটি এক্সকেভেটর ব্যবহার করে চারপাশের মাটি তোলা হচ্ছে।
ঘটনাটি ঘটে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে, রাজশাহীর তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে। নলকূপ খননের সময় তৈরি হওয়া গর্তে পড়ে যায় শিশুটি। সে স্থানীয় বাসিন্দা রাকিব উদ্দীনের ছেলে।
উদ্ধারের সর্বশেষ পর্যায়ে আশপাশের এলাকা খনন করে একটি সুড়ঙ্গ তৈরি করার চেষ্টা চলছে, যাতে সেই পথ ধরে শিশুটি পড়ে যাওয়া গভীর গর্তে পৌঁছানো যায়। তবে নিচে কাদা ও পানির স্তর থাকায় উদ্ধারকারীরা বেশ সমস্যায় পড়ছেন।
এর আগে বুধবার গভীর রাত পর্যন্ত কয়েক দফা ক্যামেরা নামানো হলেও গর্তের ভেতরে মাটি ও খড় পড়ে যাওয়ার কারণে শিশুটিকে দেখা যায়নি।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাইজুল ইসলাম বলেন, ৪২ ফুট গভীরতা পর্যন্ত অনুসন্ধানে কোনো সাফল্য মেলেনি। তাই বাধ্য হয়ে আশপাশের মাটি সরিয়ে বিকল্প পথ তৈরি করেই উদ্ধার অভিযান এগিয়ে নেওয়া হচ্ছে।