মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৪ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি ও বিএসএফের মানবিক দৃষ্টান্ত   মা-মেয়েকে হত্যা করা সেই গৃহকর্মীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস   কালিগঞ্জে চোর-ডাকাত ও মাদক চোরাচালান চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপের দাবি স্থানীয়দের   টাঙ্গাইলের সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়   বিএনপির শুধু ‘ডিটেইল প্ল্যানিং’ আছে, অন্য দলের নয়: তারেক রহমান   রিয়াদ-দোহাকে সংযুক্ত করতে উচ্চগতির রেল চালু করছে সৌদি-কাতার   নারীদের ফরজ গোসল: লম্বা চুল ধোয়ার সঠিক নিয়ম কী?   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
রিয়াদ-দোহাকে সংযুক্ত করতে উচ্চগতির রেল চালু করছে সৌদি-কাতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৮:৪৩ পিএম

সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং কাতারের রাজধানী দোহাকে সংযুক্ত উচ্চগতির রেল যোগাযোগ স্থাপন করছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দুই প্রতিবেশী দেশ। ইতোমধ্যে এ বিষয়ক একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে সৌদির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি’র মধ্যে।

সৌদির রাষ্ট্রায়ত্ব সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) গতকাল সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, দু’দেশের মধ্যে প্রস্তাবিত যে ট্রেনটি চলবে— সেটির সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ৩০০ কিলোমিটার। সেই হিসেবে এই ট্রেনে মাত্র ২ ঘণ্টায় রিয়াদ থেকে দোহা কিংবা দোহা থেকে রিয়াদ পৌঁছাতে পারবেন যাত্রীরা। আকাশ পথে রিয়াদ ও দোহার মধ্যকার দূরত্ব ৯০ মিনিটের।

সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে এসপিএ জানিয়েছে, এ রেল নেটওয়ার্ক স্থাপন ও চালু হতে সময় লাগবে ৬ বছর। আপাতত রিয়াদ-দোহা রুটে চলাচল করলেও পরে এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে দুই সৌদি শহর আল হোফুফ এবং দাম্মামকেও। রেল নেটওয়ার্ক চালুর পর প্রতিবছর দুই দেশের অন্তত ১০ লাখ যাত্রী উপকৃত হবেন বলে আমা করা হচ্ছে।

নতুন এই চুক্তি মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। ২০১৭ সালে কাতারের সঙ্গে সৌদির ব্যাপক বিবাদ হয়েছিল। সেই বিবাদের জেরে দোহার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ছিন্ন করেছিল সৌদি।

তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২১ সালে দুই দেশের মধ্যেকার শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করে। ওই বছরই কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করে সৌদি ও কাতার।

এই সম্পর্ককে আরও দৃঢ় ভিত্তি দেয় দোহায় মোহাম্মদ বিন সালমানের সফর। ২০২১ সালে কাতারে নিজের প্রথম সফরে গিয়েছিলেন সৌদি ক্রাউন প্রিন্স।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com