প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৫ পিএম

‘শাপলা শালুক’ সিনেমার শুটিং শেষ করেছেন আব্দুন নূর সজল। ছবিটিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন শবনম বুবলী। এরপর চলতি মাসের মাঝামাঝিতে শুরু হতে যাচ্ছে অভিনেতার নতুন সিনেমা ‘দুর্বার’-এর কাজ, যেখানে প্রথমবারের মতো তার বিপরীতে থাকছেন অপু বিশ্বাস।
‘শাপলা শালুক’ সিনেমাটি পরিচালনা করেছেন রাশেদা আক্তার লাজুক।
পরিচালক ও শুটিং অভিজ্ঞতা প্রসঙ্গে সজল বলেন, ‘তিনি অসম্ভব যত্ন নিয়ে সিনেমাটি করেছেন। শেরপুরের বর্ডার এলাকার একটি গ্রামে শুটিং করেছি। সম্প্রতি শেষ লটের শুটিং শেষ করেছি। পরিচালক যেভাবে চেয়েছেন, সেভাবেই কাজ করেছি।’
‘শাপলা শালুক’ সিনেমার শুটিংয়ে সজল ও শবনম বুবলী
বুবলীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে সজল বলেন, ‘বুবলী ভীষণ সিনসিয়ার। মনেই হয়নি যে আমরা প্রথমবার একসঙ্গে সিনেমা করছি। বোঝাপড়াটা খুব ভালো ছিল। কাজের প্রতি সে অনেক দায়িত্বশীল।’
অন্যদিকে প্রথমবার অপু বিশ্বাসের বিপরীতে কাজ করতে যাচ্ছেন সজল। ‘দুর্বার’ সিনেমাটি পরিচালনা করবেন কামরুল হাসান ফুয়াদ।
সজল বলেন, ‘দুর্বার একটি থ্রিলার সিনেমা। এতে অনেক চমক আছে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।