বাংলাদেশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক ক্যারিয়ার নিশ্চিতে কাজ করছে মালয়েশিয়া: হাইকমিশনার

‘জনশক্তি, উচ্চতর শিক্ষা, স্বাস্থ্যসহ নানা খাতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার মালয়েশিয়া। বাংলাদেশি শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা, কর্মভিত্তিক দক্ষতা, উদ্যোক্তা চেতনা এবং আন্তর্জাতিক ক্যারিয়ার তৈরিতে কাজ করছে মালয়েশিয়া।’
ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা বিন ওথমান আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে দেশের প্রথম মালয়েশিয়ান ডিগ্রি ক্যাম্পাস : ইউসিএসআই ইউনিভার্সিটি, বাংলাদেশ ব্রাঞ্চে মালয়েশিয়ার অন্যতম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পারদুয়া ব্র্যান্ডের সঙ্গে সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
হাইকমিশনার বলেন, বাংলাদেশের অন্যতম শীর্ষ শিল্প পরিবার পিএইচপি ও পারদুয়া মোটরসের সঙ্গে ইউসিএসআই ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। উভয় প্রতিষ্ঠানের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এই পদক্ষেপ নিঃসন্দেহে সুফল বয়ে আনবে। বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের তালিকায় থাকা মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশে শাখা ক্যাম্পাস চালু করায় এ দেশের শিক্ষার্থীরা দেশে থেকেই বিশ্বমানের শিক্ষা লাভের সুযোগ পাবে।
হাইকমিশনার বলেন, পিএইচপি মোটরস মালয়েশিয়ার অন্যতম গাড়ি নির্মাতা পারদুয়া ব্র্যান্ডের গাড়ি বাংলাদেশে সংযোজন ও বিপণনের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সেতুবন্ধন রচনা করেছে।
হাইকমিশনার আরও বলেন, দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে উভয়ের মধ্যে বিভিন্ন কর্মসূচিতে সহযোগিতার সুযোগ তৈরি করবে। এই সহযোগিতার অধীনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ এবং প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হবে, যাতে তারা সংশ্লিষ্ট কোর্স এবং কর্মশালায় অংশগ্রহণ করতে পারে। উভয় প্রতিষ্ঠান পারস্পরিক উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণ করবে এবং বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সেমিনার, কর্মশালা আয়োজন করবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের জন্য পিএইচপি গ্রুপে চাকরির সুযোগ এবং ক্যারিয়ার উন্নয়নবিষয়ক কর্মশালার নতুন দিগন্ত উন্মোচন করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএইচপি মোটরস ও পিএইচপি অটোমোবাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আখতার পারভেজ, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরিফুল বারী মজুমদার, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহা. কুশাইরি বিন রাজুদ্দিন প্রমুখ।
চুক্তির আওতায় ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের শিক্ষার্থীদের ইন্টার্ন, গবেষণা, ওয়ার্কশপসহ বিভিন্ন সুবিধা দেবে দেশের শীর্ষস্থানীয় শিল্প পরিবার পিএইচপি গ্রুপের প্রতিষ্ঠান পিএইচপি অটোমোবাইলস।
উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক ড. শাহ সামিউর রশিদ এবং পিএইচপি মোটরস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসির করিম।
ইউসিএসআইয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কুশাইরি স্বাগত বক্তব্যে এর একাডেমিক এক্সিলেন্স তুলে ধরেন। সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে দুই প্রতিষ্ঠানই লাভবান হবে বলে আশা করেন তিনি।
পিএইচপি মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আখতার পারভেজ বলেন, এই সমঝোতা স্মারক ইউসিএসআই ইউর্নিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য নতুন দ্বার খুলে দেবে। ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে থাকতে পেরে পিএইচপি ফ্যামিলিও গর্বিত বলে জানান তিনি।