কৃষক না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না: রাশেদ খান
মো: খাইরুল ইসলাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৮ AM আপডেট: ১২.১২.২০২৫ ৬:৫০ এএম

গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন কৃষকরা যদি ভালো না থাকে, তাহলে কি বাংলাদেশ ভালো থাকবে। সুতরাং সারের দাম, বীজের দাম, ডিজেলের দাম কমাতে হবে। আমি একজন কৃষকের সন্তান। কৃষক যদি না বাঁচে তাহলে এ দেশ ভালো থাকবে না। উন্নয়ন মানে কৃষির উন্নয়ন।
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহ হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের নারায়নকান্দি বাজারে পথসভায় তিনি এসব কথা বলেন।
ভোটারদের উদ্দেশ্যে রাশেদ খান বলেন, আগামী নির্বাচন হবে সচ্ছ ও সুষ্ঠু নির্বাচন। ইতিহাসের সেরা নির্বাচন। আমি সেনা বাহিনীর উপর আস্থা ও বিশ্বাস রেখে বলছি আগামী নির্বাচনে তারা এমন ভূমিকা পালন করবে যে এই নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। কেউ যদি ভোটের দিন ভোট কেন্দ্রে গিয়ে বলে এই মার্কা ঐ মার্কায় ভোট দিন তাহলে সাথে সাথে সেনা বাহিনীর কাছে গিয়ে বলবেন।
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ চরম অসুস্থ। আমরা তাঁর জন্য দোয়া চাই।
এর আগে বিকাল ৫টায় ঝিনাইদহ হরিণাকুন্ডু উপজেলার নারায়নকান্দি বাজারের পথ সভায় রাশেদ খান সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। পথসভায় উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী।