বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে গুণতে হবে টাকা    হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা   ৮ জেলার শীত নিয়ে বড় দুঃসংবাদ    রাবির বি ইউনিটের ফল প্রকাশ   পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন    
হাউহাউ করে কাঁদছিলেন ক্যাটরিনা!
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৮:২৬ পিএম আপডেট: ০৯.১২.২০২৫ ৮:২৮ PM

বলিউডের গ্ল্যামার জগতের ঝলমলে পর্দার আড়ালে লুকিয়ে থাকে বহু অজানা অধ্যায়। সম্প্রতি সামনে এসেছে ক্যাটরিনা কাইফের জীবনের এমনই এক মানসিকভাবে কঠিন সময়ের কথা- যা ঘটেছিল রণবীর কপূরের সঙ্গে বিচ্ছেদের পরপরই। এক বর্ষীয় সাংবাদিকের পুরোনো অভিজ্ঞতা শেয়ার করার পর আবারও আলোচনায় উঠে এসেছে এই ঘটনাটি।

সাংবাদিক জানিয়েছেন, যশরাজ ফিল্মসের স্টুডিওতে এক সাক্ষাৎকারে গিয়ে তিনি দেখেছিলেন- ক্যাটরিনা ভীষণভাবে ভেঙে পড়েছেন। চোখের জল মুছতে মুছতে অভিনেত্রী বলছিলেন, ‘আমি বড় ভুল করেছি… কাজ হারাচ্ছি, আর এর জন্য দায়ী আমি নিজেই।’

‘অজব প্রেম কি গজব কহানি’ সিনেমার শুটিংয়ে প্রেমে জড়ান রণবীর ও ক্যাটরিনা। প্রেমও গভীর হয়েছিল, কিন্তু বোঝাপড়ার অভাবে টেকেনি সেই সম্পর্ক। বিচ্ছেদের ক্ষত তখনও টাটকা- সেই সময় ক্যাটরিনা নাকি আরও বলেছিলেন, ‘আমরা আর এক সঙ্গে নেই। কিন্তু ওর জন্যই মনে হচ্ছে নিজের ক্যারিয়ারটা নষ্ট করে ফেলেছি।’

সাংবাদিকের দাবি, ক্যাটরিনা তখন মনে করেছিলেন রণবীরকে বিয়ে করলে তিনি কপূর পরিবারের বউ হিসেবে অভিনয় থেকে দূরে থাকতে বাধ্য হবেন। সেই ভুল ধারণা থেকেই নাকি বেশ কিছু বড় প্রজেক্ট ফিরিয়ে দিয়েছিলেন তিনি। পরে সেই সিদ্ধান্তগুলোই তাকে আরও হতাশ করে তোলে।

রণবীরের সঙ্গে বিচ্ছেদ ছিল ক্যাটরিনার জীবনের কঠিনতম পর্বগুলোর একটি। সে ধাক্কা সামলে উঠতে সময় লেগেছিল অনেকটা। এরপর ধীরে ধীরে ভালোবাসা খুঁজে পান বলিউড অভিনেতা ভিকি কৌশলের কাছে। ২০২১-এর ডিসেম্বরে বিয়ে করেন দু’জনে এবং এ বছরের ৭ নভেম্বর তাদের কোলজুড়ে আসে এক পুত্রসন্তান।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com