শুক্রবার ১২ ডিসেম্বর ২০২৫ ২৭ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: উসমান হাদী গুলিবিদ্ধ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন রাশেদ খান   গুলিবিদ্ধ হাদি, হামলাকারীদের ধরতে কড়া নির্দেশ প্রধান উপদেষ্টার   ইজতেমার ময়দানে জুমার নামাজে লাখো মুসল্লি   হাদিকে গুলির ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা তারেক রহমানের   ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু   ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ   জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ইজতেমার ময়দানে জুমার নামাজে লাখো মুসল্লি
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৬:১৬ পিএম

ঢাকা বিভাগীয় ইজতেমায় আজ শুক্রবার জুমার নামাজে লাখো মুসল্লির ঢল নামে। ভোর থেকে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের বিশাল মাঠমুখী ধর্মপ্রাণ মানুষের সমাগম বাড়তে থাকে।

বাদ ফজরের আম বয়ানের মধ্য দিয়ে তাবলিগ জামাত বাংলাদেশ (মাওলানা সাদ পন্থী) আয়োজিত তিন দিনের এই ইজতেমা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

ইজতেমাস্থলে যাওয়া পথে সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিদের দীর্ঘ মানবস্রোত দেখা যায়। জুমার নামাজে ইমামতি করেন কাকরাইল মসজিদের আলেমে দ্বীন মুফতী উসামা ইসলাম।

ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিরা জানান, দীর্ঘদিন পর বিভাগীয় পর্যায়ের আয়োজন হওয়ায় এবার ভিড় আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী, কিশোরগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও রাজবাড়ী থেকে মুসল্লিরা এসেছেন।

আয়োজকদের পক্ষ থেকে শামিয়ানা, পানির লাইন, বিদ্যুৎ সংযোগ, গাড়ি পার্কিং, সাইকেল গ্যারেজসহ প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হয়েছে।

তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বলেন, ‘এবার জেলা ইজতেমার পরিবর্তে বিভাগীয় ইজতেমা হচ্ছে। ঢাকা বিভাগের ১৩টি জেলা থেকে কয়েক লাখ মুসল্লি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। তিনি আরও জানান, প্রায় ২০০ বিদেশি মেহমান যোগ দেবেন ইজতেমায়।’

জামিয়া কাশিফুল উলুম ঢাকার মুহতামিম মাওলানা সৈয়দ আনোয়ার আবদুল্লাহ বলেন, দিল্লীর নিজামুদ্দিন মারকাজের মুরুব্বিদের একটি জমাত মাওলানা ফারুকের নেতৃত্বে ইজতেমায় উপস্থিত হয়েছেন।

রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ঢাকা বিভাগীয় ইজতেমা। এ ছাড়া চলতি সপ্তাহে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ইজতেমাও শুরু হয়েছে। আগামী সপ্তাহে বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের ইজতেমা অনুষ্ঠিত হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com