
ঢাকা বিভাগীয় ইজতেমায় আজ শুক্রবার জুমার নামাজে লাখো মুসল্লির ঢল নামে। ভোর থেকে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের বিশাল মাঠমুখী ধর্মপ্রাণ মানুষের সমাগম বাড়তে থাকে।
বাদ ফজরের আম বয়ানের মধ্য দিয়ে তাবলিগ জামাত বাংলাদেশ (মাওলানা সাদ পন্থী) আয়োজিত তিন দিনের এই ইজতেমা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
ইজতেমাস্থলে যাওয়া পথে সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিদের দীর্ঘ মানবস্রোত দেখা যায়। জুমার নামাজে ইমামতি করেন কাকরাইল মসজিদের আলেমে দ্বীন মুফতী উসামা ইসলাম।
ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিরা জানান, দীর্ঘদিন পর বিভাগীয় পর্যায়ের আয়োজন হওয়ায় এবার ভিড় আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী, কিশোরগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও রাজবাড়ী থেকে মুসল্লিরা এসেছেন।
আয়োজকদের পক্ষ থেকে শামিয়ানা, পানির লাইন, বিদ্যুৎ সংযোগ, গাড়ি পার্কিং, সাইকেল গ্যারেজসহ প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হয়েছে।
তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বলেন, ‘এবার জেলা ইজতেমার পরিবর্তে বিভাগীয় ইজতেমা হচ্ছে। ঢাকা বিভাগের ১৩টি জেলা থেকে কয়েক লাখ মুসল্লি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। তিনি আরও জানান, প্রায় ২০০ বিদেশি মেহমান যোগ দেবেন ইজতেমায়।’
জামিয়া কাশিফুল উলুম ঢাকার মুহতামিম মাওলানা সৈয়দ আনোয়ার আবদুল্লাহ বলেন, দিল্লীর নিজামুদ্দিন মারকাজের মুরুব্বিদের একটি জমাত মাওলানা ফারুকের নেতৃত্বে ইজতেমায় উপস্থিত হয়েছেন।
রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ঢাকা বিভাগীয় ইজতেমা। এ ছাড়া চলতি সপ্তাহে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ইজতেমাও শুরু হয়েছে। আগামী সপ্তাহে বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের ইজতেমা অনুষ্ঠিত হবে।