বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে গুণতে হবে টাকা    হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা   ৮ জেলার শীত নিয়ে বড় দুঃসংবাদ    রাবির বি ইউনিটের ফল প্রকাশ   পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন    
কালিগঞ্জে চোর-ডাকাত ও মাদক চোরাচালান চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপের দাবি স্থানীয়দের
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৯:০৫ পিএম

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি চিহ্নিত মাদক ও চোরাচালানকারী চক্র সক্রিয়ভাবে অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সাধারণ মানুষ ও সুশীল সমাজের পক্ষ থেকে এমন দাবি উঠে এসেছে। 

স্থানীয়দের অভিযোগ জানাযায়, প্রবাজপুর এলাকার শেখ মিয়ারাজ (৩২), শেখ সিরাজ (৩৫) ও শেখ নূর নবী (৩৮) সহ একটি সংঘবদ্ধ দল সীমান্ত এলাকা ব্যবহার করে ভারতীয় দিক থেকে মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও নিষিদ্ধ পণ্য দেশে নিয়ে আসছে এবং তা সাতক্ষীরা, খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছে।অভিযোগে বলা হয়, সেকেন্দারনগর চৌমুহনী বাজার এলাকায় নূর নবী ও সিরাজের অধীনে থাকা দোকানের আশপাশে নিয়মিত মাদকদ্রব্য বিক্রি করা হয়। একইভাবে শেখ মিয়ারাজের বাড়ির পাশের দোকানের নিকট থেকেও অবৈধ মাদক বিক্রির কার্যক্রম চলছে বলে পাওয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, স্থানীয়দের দাবি, চক্রটির আরও ৪/৫ জন সহযোগী নিয়মিত এসব অপরাধে সহায়তা করে থাকে।

স্থানীয়দেরঅভিযোগ রয়েছে, কিছু প্রভাবশালী ব্যক্তির সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক হলেও সংশ্লিষ্টরা অল্প সময়ের মধ্যে জামিনে বের হয়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এতে এলাকাবাসীর মধ্যে ভয়-ভীতি সৃষ্টি হয় এবং কেউ প্রকাশ্যে অভিযোগ করতে সাহস পান না। অভিযোগকারীদের দাবি, সরাসরি অভিযোগ করলে অভিযুক্ত চক্রের সদস্যরা মারধর, মিথ্যা মামলা, চাঁদাবাজি ও বিভিন্ন হুমকি দেয়। এ কারণে পুরো এলাকায় অস্বাভাবিক নিরাপত্তাহীনতা বিরাজ করছে বলে জানা যায়। পুলিশ সুপারের নিকট তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদনএ অবস্থায় কালিগঞ্জ থানার সাধারণ জনগণ ও সুশীল সমাজের পক্ষ থেকে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের নিকট দ্রুত তদন্ত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।

একই সাথে, এ বিষয়ে অভিযোগকারীরা, বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে জানানো হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com