শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
গণমাধ্যমের ‘মনগড়া গল্প ছাপানো’ নিয়ে যা বললেন প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৭:৩৪ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমের মনগড়া ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রবণতা নিয়ে কঠোর সমালোচনা করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মতিউর রহমান চৌধুরীর মানবজমিন সাম্প্রতিক মাসগুলোতে নানান ধরনের মিথ্যা ও মনগড়া খবর প্রকাশ করেছে। তার মতে, পত্রিকাটির সম্পাদক হয়তো মনে করেন—ট্যাবলয়েড গণমাধ্যমের ক্ষেত্রে সাংবাদিকতার নৈতিকতা প্রযোজ্য নয়। 

শফিকুল আলম বলেন, তার জানা উচিত—যুক্তরাজ্যে ট্যাবলয়েড পত্রিকাগুলো সাংবাদিকতার মানদণ্ড লঙ্ঘন ও মানুষের মানহানি করার জন্য নিয়মিতভাবে বহু মিলিয়ন পাউন্ড জরিমানা ও ক্ষতিপূরণ দিয়ে থাকে। কিন্তু বাংলাদেশে মানহানি সংক্রান্ত মামলায় কোনো অর্থবহ পরিণতি দেখা যায় না। ফলে সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মগুলো ইচ্ছেমতো মনগড়া গল্প ছাপিয়ে পার পেয়ে যায়। কেউ প্রতিবাদ করলেই তারা ‘মিডিয়ার স্বাধীনতা’র আড়ালে আশ্রয় নেওয়ার চেষ্টা করে, কারণ তারা জানে—ভুল তথ্য প্রকাশের জন্য তাদের জবাবদিহির মুখে পড়তে হয় না।  

তিনি আরও বলেন, তবুও এসব পত্রিকার কিছু সম্পাদক নিয়মিত অভিযোগ করেন যে বাংলাদেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা নেই—এবং হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরও নাকি কিছুই বদলায়নি। আমাদের মানবাধিকার সংগঠনগুলোও প্রায়ই এসব উদ্বেগের প্রতি সাড়া দেয়, কিন্তু প্রকৃত দোষী কে, বা যেসব সাংবাদিক আক্রমণ বা হয়রানির শিকার হয়েছেন, তারা আসলে সাংবাদিকতার কারণে নাকি অন্য কোনো কারণে আক্রান্ত হয়েছেন—এ নিয়ে কোনো গভীর গবেষণা তারা করে না। 

পোস্টে শফিকুল আলম দাবি করেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই সাংবাদিকরা অভূতপূর্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা উপভোগ করছেন। তাদের প্রায় সব বিষয়ে লেখার ও বলার সুযোগ রয়েছে—এমনকি সামরিক বাহিনী সম্পর্কে মনগড়া ও বানানো মন্তব্যও। তা–সত্ত্বেও গণমাধ্যমকর্মীদের অভিযোগ অনেক সময় অতিরঞ্জিত বলে উল্লেখ করেন তিনি। তার ভাষায়, প্রায়ই সেই পরিচিত অভিযোগ শোনা যায়—দেশে কি আর সাংবাদিকতা করার পরিবেশ আছে!



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com