বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে গুণতে হবে টাকা    হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা   ৮ জেলার শীত নিয়ে বড় দুঃসংবাদ    রাবির বি ইউনিটের ফল প্রকাশ   পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন    
ডিএমএফ অ্যাওয়ার্ড পেলেন খান শান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ২:০৬ পিএম

পরিবহন খাতে চাঁদাবাজি নিয়ে সাড়া জাগানো প্রতিবেদন লিখে ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫’ পেলেন দৈনিক ভোরের পাতার অপরাধ ও অনুসন্ধান বিভাগের সিনিয়র প্রতিবেদক খান শান্ত। 

শনিবার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানস্থ লেকশোর হাইটস হোটেলে অনুষ্ঠিত একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

তিনি বলেন, “বর্তমান সময়ে বেশিরভাগ পাঠক ও দর্শক ডিজিটাল মাধ্যমে সংবাদ গ্রহণ করছেন। এই পরিবর্তনশীল সময়ে যারা দ্রুত এবং সঠিকভাবে তথ্য পৌঁছে দিচ্ছেন, তাদের আমরা সম্মানিত করছি।” খান শান্ত দীর্ঘদিন যাবৎ যমুনা টেলিভিশন, আনন্দ টেলিভিশনসহ দেশের মূলধারার গণমাধ্যমে অপরাধ, সেবা, এবং সিটি করপোরেশন বিটে প্রতিবেদক ও চিত্র সাংবাদিক হিসেবে কাজ করছেন। তার রিপোর্টগুলো মানুষের মনোযোগ আকর্ষণ করেছে, বিশেষ করে পরিবহন খাতে চাঁদাবাজির বিষয়ে তার সাড়া জাগানো প্রতিবেদনটি। তার প্রতিবেদনটি সমালোচকদের প্রশংসা অর্জন করেছে এবং দেশের বিভিন্ন স্তরের পাঠকগণের মধ্যে আলোচিত হয়েছে।  

তিনি জানান, সাংবাদিকতা তার জীবনের এক বড় লক্ষ্য, এবং তিনি সমাজে পরিবর্তন আনার জন্য কাজ করছেন। এই বছরের ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত সাংবাদিকদের সম্মাননা জানানো হয়। সেরা প্রতিবেদক, সেরা ফিচার নিউজ, সেরা ভিডিও রিপোর্টার, এবং সেরা অনুসন্ধানী সাংবাদিকতা বিভাগে পুরস্কৃত ব্যক্তিদের মধ্যে খান শান্ত অন্যতম। 

এ ছাড়াও, এই অনুষ্ঠানে অন্যান্য সাংবাদিকরা তাদের সৃজনশীল কাজের জন্য পুরস্কৃত হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডা. তৃণা ইসলাম এবং ফয়সাল তিতুমীর, যারা এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সঞ্চালনা করেন। অ্যাওয়ার্ড প্রাপ্তিতে খান শান্ত অত্যন্ত আনন্দিত এবং তার ভবিষ্যতে আরও বড় ধরনের সাংবাদিকতা কাজে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। এই সম্মাননা খান শান্তকে আরও অনুপ্রাণিত করবে তার কাজের প্রতি, এবং তিনি নিজের পেশাগত জীবনে আরও বড় সফলতার দিকে এগিয়ে যাবেন, এমনটাই প্রত্যাশা দেশের মিডিয়া অঙ্গনে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


আরও সংবাদ   বিষয়:  খান শান্ত   ডিএমএফ অ্যাওয়ার্ড  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com