প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৪:১৩ পিএম

দেশের দুটি জাতীয় পত্রিকার প্রধান কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বের ১০টি দেশ। গণতন্ত্রকে সমুন্নত রাখতে সংবাদপত্র ও সাংবাদিকদের নিরাপত্তা দিতে সরকারের প্রতি আহ্বান জানায় তারা। গতকাল শুক্রবার মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের কূটনৈতিক নেটওয়ার্কের এক বিবৃতিতে তারা এ আহ্বান জানায়।
বিবৃতিতে উদ্বেগ প্রকাশকারী দেশগুলোর মধ্যে রয়েছে—কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য।
বিবৃতিতে বলা হয়—এ ধরনের সহিংসতা এবং ভীতি প্রদর্শনের ঘটনা অগ্রহণযোগ্য এবং সংবাদপত্রের স্বাধীনতা ও জনসাধারণের অবহিত হওয়ার অধিকারের হৃদয়ে আঘাত করে। সাংবাদিকদের নির্ভয়ে তাঁদের কাজ করতে সক্ষম হতে হবে। আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং একটি উন্মুক্ত, সচেতন সমাজ সমুন্নত রাখার জন্য তাঁদের রক্ষা করা অপরিহার্য।