শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
আসছে হাবিবুর রহমান বাবুর উপন্যাস ‘ফেরার পথে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৯:৩২ পিএম

আগামী অমর একুশে বইমেলায় পাঠকসমাজের জন্য নতুন এক সৃজনশীল উপন্যাস নিয়ে আসছেন হাবিবুর রহমান বাবু। তার এই উপন্যাস ‘ফেরার পথে’ প্রকাশিত হচ্ছে সাহিত্যদেশ প্রকাশনা থেকে। বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী তুনিশা সুমাইয়া তুলতুল। প্রকাশক শফিক সাইফুল জানান, বইটির প্রকাশ প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

প্রকাশক শফিক সাইফুল বলেন, “হাবিবুর রহমান বাবুর লেখা ‘ফেরার পথে’ আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি। এটি শুধু সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে নয়, সামাজিক ও মানবিক দিক থেকেও সমৃদ্ধ। উপন্যাসে সমসাময়িক সমাজের নানা প্রেক্ষাপট উঠে এসেছে। বিশেষ করে বর্তমান সময়ের একটি মারাত্মক সামাজিক ব্যাধি—মাদক। এ নিয়ে সচেতনতামূলক বার্তা বইটিতে স্পষ্টভাবে ফুটে উঠেছে। তরুণ সমাজ কীভাবে মাদকের প্রলোভনে পড়ে ভয়াবহ অন্ধকার পথে হারিয়ে যাচ্ছে, তার চিত্র উপন্যাসে প্রাণবন্তভাবে তুলে ধরা হয়েছে। আমি বিশ্বাস করি, এটি পাঠকের হৃদয়ে গভীর প্রভাব ফেলবে।”

উপন্যাসটি সম্পর্কে সাহিত্যিক ও সাংবাদিক তানভীর আলাদিন বলেন, “হাবিবুর রহমান বাবু একজন তরুণ, প্রতিভাবান লেখক ও সাংবাদিক। তার প্রকাশিত কাব্যগ্রন্থ ‘শাড়ি পরে এসো’ আমি আগেই পড়েছি, এবং তা আমার অত্যন্ত প্রিয়। আশা করি, তার লেখা প্রথম উপন্যাস ‘ফেরার পথে’ পাঠকের কাছে কেবল সাহিত্যিক আনন্দ নয়, বরং সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে পৌঁছাবে।”

হাবিবুর রহমান বাবু একজন কবি, সাহিত্যিক এবং সাংবাদিক। অমর একুশে বইমেলা ২০২৪-এ তার কাব্যগ্রন্থ ‘শাড়ি পরে এসো’ ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করেছে। পেশাগত জীবনে তিনি দেশের একাধিক মূলধারার গণমাধ্যমে কাজ করেছেন এবং বর্তমানে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নাগরিক টেলিভিশন-এ কর্মরত আছেন। এছাড়াও তিনি পেশাদার সাংবাদিকদের সংগঠন ইউথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি)-এর কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

২০২৪ সালের নভেম্বরে হাবিবুর রহমান বাবু আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ অনুষ্ঠানে একজন (প্রতিনিধি) বাংলাদেশী সাংবাদিক হিসেবে অংশগ্রহণ করেন। তার সাংবাদিকতা ও সাহিত্যকর্ম দুই ক্ষেত্রেই তিনি সমাজের প্রগতিশীল বার্তা তুলে ধরার জন্য পরিচিত।

‘ফেরার পথে’ কেবল সাহিত্যিক রূপে নয়, সামাজিক সচেতনতার দিক থেকেও পাঠককে ভাবাবে। অমর একুশে বইমেলায় এটি পাঠক ও সাহিত্যপ্রেমীদের জন্য এক গুরুত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


আরও সংবাদ   বিষয়:  হাবিবুর রহমান বাবু   ফেরার পথে  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com