কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া
শামীম আহমেদ, কেরাণীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৭:৫১ পিএম

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে হাসনাবাদ এলাকায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়ার আয়োজন করেছেন, শিকদার সুপার সোপ কাঁচা বাচার ব্যবসাযিক বৃন্দ।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এই দোয়া মোনাজাতে ভিডিও কনফারেন্সে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি উপস্থিত জনসাধারণের কাছে গণতন্ত্রের মা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কমনা এবং তারেক রহমানের দীর্ঘ আয়ু কামনা করেন।
এসময় দোয়া মোনাজাতে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবদলের সাবেক কেন্দ্রীয় কমিটির নেতা অ্যাডভোকেট সেলিম চৌধুরী, শিকার সুপার সোপের চেয়ারম্যান ও বিএনপি নেতা আসলাম শিকদার, মো. সেলিম প্রমুখ।