বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে গুণতে হবে টাকা    হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা   ৮ জেলার শীত নিয়ে বড় দুঃসংবাদ    রাবির বি ইউনিটের ফল প্রকাশ   পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন    
উত্তরায় অনুষ্ঠিত হলো ডুসাউ’র নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৫:৪২ AM

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস' এসোসিয়েশন অব উত্তরা (ডুসাউ)-এর ‘নবীনবরণ ও বিদায় সংবর্ধনা ২০২৫’ উপলক্ষে এক বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। নবীনদের স্বাগত জানানো এবং বিদায়ী সদস্যদের সম্মান জানাতে আয়োজনটি পরিণত হয় এক আবেগঘন মিলনমেলায়।

শনিবার (২৯ নভেম্বর) উত্তরা বাংলাদেশ ক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, বিশিষ্ট অতিথি এবং সংগঠনের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. কফিল উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুসাউ-এর উপদেষ্টা আবদুল্লাহ আল মামুন এবং রশীদ গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলী বখতিয়ার মেহেদী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাহুল মল্লিক এবং সাবেক সভাপতি আবু সুফিয়ান জুয়েল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডুসাউ-এর বর্তমান সভাপতি কাজী সিয়াম সাজিদ এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শিশির। 
ডুসাউ প্রতিষ্ঠালগ্ন থেকেই সামাজিক কাজ করে যাচ্ছে উল্লেখ করে কাজী সিয়াম সাজিদ বলেন, ''একতা, বন্ধুত্ব ও মানবতা—এই তিন মূলমন্ত্র নিয়ে ডুসাউ দেশের আর্থসামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রয়োজনে ডুসাউ সদা জাগ্রত। সামাজিক সংগঠন হিসেবে ডুসাউ এর ব্যাপ্তি অনেক। এছাড়াও আত্মউন্নয়ন এবং বিভিন্ন বুদ্ধিবৃত্তিক কার্যক্রমের মাধ্যমে আমরা এই সংগঠনের সদস্যদের অনুপ্রাণিত করি।''

পুরো আয়োজনটি ছিল সুশৃঙ্খল ও প্রাণবন্ত। আলোচনার পাশাপাশি ছিল স্মৃতিচারণ, সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক পরিবেশনা। সমবেত কণ্ঠে অংশগ্রহণকারীরা সংগঠনের ভবিষ্যৎ পথচলা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com