বুধবার ১৫ মে ২০২৪ ১ জ্যৈষ্ঠ ১৪৩১

শিরোনাম: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৭    মিশা-ডিপজলের কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিপুণের রিট    নতুন করে রিজার্ভ চুরির খবর ভুয়া: বাংলাদেশ ব্যাংক    পেরুতে সড়ক দূর্ঘটনায় নিহত ১৬    ইরানের সাথে চুক্তি, ভারতকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি    এমভি আবদুল্লাহর ২৩ নাবিক দেশের মাটিতে পা রেখেছেন    নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১১ জুন দিন ধার্য করেছেন আদালত   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
চট্টগ্রাম-১ আসনে বাবাকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন রুহেল
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৬:১১ পিএম | অনলাইন সংস্করণ

দীর্ঘ ৫২ বছরের বর্ণিল রাজনৈতিক জীবনের অধিকারী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এবার নিজের সংসদীয় আসনে ছেলেকে নৌকা পাইয়ে দিতে প্রকাশ্যে এলেন।



সোমবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে তিনি নিজে উপস্থিত থেকে তার মেঝ ছেলে মাহবুব উর রহমান রুহেলের দলীয় মনোনয়নপত্র জমা দেন। এসময় তাদের সঙ্গে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালামসহ দলের নেতাকর্মীরা।

এর আগে গত শনিবার (১৮ নভেম্বর) দলীয় কার্যালয় থেকে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন রুহেল। পরে তিনি ঢাকায় নিজের বাবা বর্ষীয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সঙ্গে দেখা করেন। সোমবার বাবা-পুত্র একসাথে মনোনয়নপত্র জমা দানের খবরটি চট্টগ্রামের রাজনীতিতে ব্যাপক আলোচিত হচ্ছে। এ খবরে স্থানীয় দলীয় নেতাকর্মীরা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে সাত বারের সংসদ সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নির্বাচন করছেন না।

এদিকে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ‘১৯৯৭ সাল থেকে আমাদের নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সুযোগ্য পুত্র মাহবুব উর রুহেল মাননীয় প্রধানমন্ত্রী দলের সভাপতি জননেত্রী শেখ হাসিনার আগ্রহে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ওইসময় থেকে তিনি মিরসরাই এবং পরবর্তীতে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। গত ২৬ বছর তিনি বাবার সাথে থেকে মিরসরাই উপজেলার ১৮টি দলীয় ইউনিটের ১৬২টি সাব ইউনিট নিয়ে কাজ করেছেন। বর্তমানে স্থানীয় আওয়ামী লীগ মাহবুব উর রহমান রুহেলের নেতৃত্বে ঐক্যবদ্ধ।’

নিজের মেঝ ছেলে মাহবুব উর রহমান রুহেলের মনোনয়ন নেয়া এবং জমা দেয়ার প্রশ্নে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, ‘আমি এখন জীবন সায়াহ্নে। বঙ্গবন্ধু থেকে জননেত্রী শেখ হাসিনা পর্যন্ত নিরবধি দলের জন্য কাজ করেছি। সবসময় দলকে সুসংগঠিত রাখার চেষ্টা করেছি। রুহেল তার নিজের চেষ্টায় আওয়ামী লীগের রাজনীতিতে নিজের অবস্থান পাকাপোক্ত করেছে। আমি মনে করি মিরসরাইতে আমার অসমাপ্ত কাজগুলো তার দ্বারা সম্পন্ন করা সম্ভব হবে। আমি তাকে মন থেকে দোয়া করছি।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]