রোববার ১৯ মে ২০২৪ ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

শিরোনাম: নাইট রাইডার্স পরিবারে ফিরছেন সাকিব    টোলের নামে চাঁদাবাজি বন্ধ করলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা সম্ভব : সাঈদ খোকন    ইসরায়েলগামী অস্ত্রের জাহাজকে নোঙর করার অনুমতি দিল না স্পেন    সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ সফরে এসেছিলেন ডোনাল্ড লু : পররাষ্ট্রমন্ত্রী    পুলিশ আইন-শৃঙ্খলার রক্ষার যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত    ঝড়ে বিধ্বস্ত হয়েছ স্টেডিয়াম, সিরিজ নিয়ে শঙ্কা     কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষেধ করা হয়েছে, এটি মিথ্যা প্রচার : ডেপুটি গভর্নর   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সুন্দরগঞ্জে যুবলীগ নেতা হত্যাকারীদের গ্রেপ্তার দাবী
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, ৮:৪৫ পিএম | অনলাইন সংস্করণ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদুল ইসলামকে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ চলছে।   জানা যায়, সোমবার ভোরে যুবলীগ নেতা জাহিদুল ইসলাম রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি উক্ত ইউনিয়নের পশ্চিম বৈদ্যনাথ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। জাহিদুলের মৃত্যুর খবর পেয়ে হত্যাকারীদেরকে অবিলম্বে গ্রেপ্তারের দাবীতে সকাল থেকে সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা আঞ্চলিক মহা-সড়কে দফায় দফায় বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় ছাইতানতলা বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

তে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি আফরুজা বারী। এছাড়া, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এরআগে রবিবার দিনগত গভীর রাতে যুবলীগ নেতা জাহিদুল ইসলাম ২ সহযোগীসহ একটি মোটরসাইকেলযোগে বামনডাঙ্গা থেকে ছাইতানতলা বাজার অভিমুখে আসার পথে পশ্চিম শিবরাম মৌজাস্থ শাখা মারা ব্রীজে পৌঁছিলে আগে সেখানে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা রাস্তায় গাছ ফেলে গতি রোধ করে জাহিদুল ইসলামের ৪ হাত-পায়ের রগ কেটে দেয়া ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত-বিক্ষত করে। এসময় জাহিদুলের ২ সহযোগীর মধ্যে ১জন আঘাতপ্রাপ্ত হন। 

স্থানীয়রা মুমূর্ষুমান অবস্থায় জাহিদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে রমেক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পূর্বে জাহিদুল ইসলাম হত্যাকারীদের মধ্যে কয়েকজনের নাম উল্লেখ করে বলেছেন 'আমি আওয়ামী লীগ করি, ওমরা (ওরা) জামাত-বিএনপি করে'। রাজনৈতিক সূত্র ধরে দুর্বৃত্তরা এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে তিনি (জাহিদুল ইসলাম) মৃত্যু পূর্বে মন্তব্য করেন। খবর পেয়ে ভোরে জেলা পুলিশ সুপার কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে, সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তরিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান বলেন, এ ঘটনায় সন্দেহভাজন ৪ জনকে আটক করা হয়েছে। হত্যা মামলার প্রস্তুতিসহ জড়িতদের গ্রেপ্তারে তৎপরতা চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]