শুক্রবার ৮ ডিসেম্বর ২০২৩ ২৩ অগ্রহায়ণ ১৪৩০

শিরোনাম: বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো: প্রধানমন্ত্রী    ওসমানী বিমানবন্দরে ৩৪ কেজি সোনাসহ আটক ৪    পতাকাবিহীন গাড়িতে কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী    যোগদানের ২৫ দিনের মাথায় বদলি ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ওসি হাবিল    স্বতন্ত্র প্রার্থীর কাছে ৪৮ নৌকার মাঝি ধরাশায়ী!    নিষেধাজ্ঞায় পড়লে পণ্য না নেওয়ার শর্ত প্রসঙ্গে যা বলল বিজিএমইএ    রাষ্ট্রপতির কাছে ৪ দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিএনপি অংশ না নিলেও সময়মতো নির্বাচন হবে: সালমান এফ রহমান
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ১:৩৪ এএম | অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। এতে বিএনপি বা কেউ অংশগ্রহণ না করলে নির্বাচন থেমে থাকবে না। আসন্ন নির্বাচনে অংশ নিতে বেশির ভাগ দলই প্রস্তুত রয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঢাকার নবাবগঞ্জে আগামী সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় সালমান এফ রহমান জানান, বিদেশিরা বর্তমান সরকারকে ভবিষ্যতে আর ক্ষমতায় দেখতে চান না—বিএনপি নেতারা এ ধরনের গুজব ছড়াচ্ছেন। তিনি বলেন, বিদেশিদের একটাই চাওয়া, তা হচ্ছে, বাংলাদেশে আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হোক। তাঁদের (বিদেশিদের) চাওয়া ও আওয়ামী লীগ সরকারের চাওয়া একই। বর্তমান সরকারও অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর।



সালমান এফ রহমান বলেন, বিএনপি বলেছে তারা নির্বাচন হতে দেবে না। আর যুক্তরাষ্ট্র বলেছে যারা নির্বাচন বাধাগ্রস্ত করবে, তাদের ওপর বিধিনিষেধ দেবে।

এ সময় স্থানীয় আওয়ামী নেতা-কর্মীদের সাধারণ মানুষের কাছে পৌঁছানোর পরামর্শ দেন সালমান এফ রহমান। তিনি বলেন, এমনকি যাঁরা আওয়ামী লীগকে ভোট দেবেন না, তাঁদের কাছেও যেতে হবে। দেশের উন্নয়নের নানা চিত্র সবার কাছে তুলে ধরে নৌকার জন্য ভোট চাইতে হবে।

সভায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নকাজের বর্ণনা তুলে ধরে সালমান এফ রহমান বলেন, ‘গত প্রায় ১৫ বছরে দেশের প্রতিটি ঘরে ঘরে সরকার বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। দেশ আজ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত হয়েছে। তাই সময়ের সঙ্গে সঙ্গে আমাদেরও এগিয়ে যেতে হবে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
http://dailyvorerpata.com/ad/apon.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]