শুক্রবার ৮ ডিসেম্বর ২০২৩ ২৩ অগ্রহায়ণ ১৪৩০

শিরোনাম: বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো: প্রধানমন্ত্রী    ওসমানী বিমানবন্দরে ৩৪ কেজি সোনাসহ আটক ৪    পতাকাবিহীন গাড়িতে কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী    যোগদানের ২৫ দিনের মাথায় বদলি ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ওসি হাবিল    স্বতন্ত্র প্রার্থীর কাছে ৪৮ নৌকার মাঝি ধরাশায়ী!    নিষেধাজ্ঞায় পড়লে পণ্য না নেওয়ার শর্ত প্রসঙ্গে যা বলল বিজিএমইএ    রাষ্ট্রপতির কাছে ৪ দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
আইসল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে এ কে এম শহিদুল করিমের পরিচয় পত্র পেশ
ইকবাল মোহাম্মদ জাফর ইউরোপ থেকে
প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ৬:২৭ পিএম | অনলাইন সংস্করণ

আইসল্যান্ডের রাজধানী রেইকাভিক-এর রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি গুডনি থরলাসিয়াস জোহানসন-এর কাছে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) কোপেনহেগেনে নিযুক্তি বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম শহিদুল করিম তার পরিচয় পত্র পেশ করছেন।

এসময় রাষ্ট্রপতি গুডনি থরলাসিয়াস জোহানসন রাষ্ট্রদূত এ কে এম শহিদুল করিম কে রাষ্ট্রপতি ভবন 'বেসাসতাদির'-এ উঞ্চ অভ্যর্থনা জানান এবং পরিচয় পত্র গ্ৰহন করেন।   
 
পরে একটি একান্ত বৈঠকে  রাষ্ট্রপতি এই গুরু-দায়িত্ব গ্ৰহনের জন্য বাংলাদেশের রাষ্ট্রদূতকে অভিনন্দন জানালে বাংলাদেশের রাষ্ট্রদূত ধন্যবাদ জানিয়ে তার উপর অর্পিত দায়িত্ব পালনে আইসল্যান্ড সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং রাষ্ট্রপতি গুডনি থরলাসিয়াস জোহানসন কে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন।

এছাড়া রাষ্ট্রদূত বাংলাদেশ ও আইসল্যান্ডের মধ্যে বিদ্যমান চমৎকার বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।

তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, বিশেষ করে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিভিন্ন আর্থ-সামাজিক সূচকে ক্রমাগত ঊর্ধ্বমুখী অগ্রগতির বিষয়ে অবহিত করেন এবং  রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী-কে তার শুভেচ্ছা পৌঁছে দিতে বলেন। তিনি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা, নারীর ক্ষমতায়ন, শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনীর অবদান এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের নেওয়া পদক্ষেপ ও উদ্যোগসমূহের ভূয়সী প্রশংসা  করেন। এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দুইদেশ একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত-কে তাঁর দায়িত্বপালনে আইসল্যান্ডের সরকারের সর্বাত্নক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বাংলাদেশ ও আইসল্যান্ডের জনগণের উন্নয়ন,শান্তি, সম্মৃদ্ধি ও মানবতার সেবায় একসাথে কাজ করে যাবার আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে তিনি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
http://dailyvorerpata.com/ad/apon.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]