প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৩০ পিএম | অনলাইন সংস্করণ
বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসী গ্রুপ কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বয়রাম বম (২২) নামের এক যুবক আহত হয়েছেন।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে রুমার জাইঅং পাড়ায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
আহত বয়রাম বম রুমা সদরের বেতেল পাড়া এলাকার জারেম লাল বমের ছেলে। তিনি কেএনএফের সদস্য বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রুমার জাইঅং পাড়ায় কেএনএফের একটি দল অবস্থান করছে খবর পেয়ে সেনা টহলদল ঘটনাস্থলে যায়। এসময় উভয়ের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনার একপর্যায়ে কেএনএফ সদস্যরা পিছু হটেন। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ বায়রাম বমকে আটক করা হয়। প্রথমে তাকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বলেন, রুমায় কেএনএফ ও সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনায় অস্ত্রসহ আহত এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে পুলিশে হস্তান্তর করা হলে বিস্তারিত জানা যাবে।