বুধবার ১৫ মে ২০২৪ ১ জ্যৈষ্ঠ ১৪৩১

শিরোনাম: সমীকরণে ছিটকে গেছে লখনৌ-দিল্লি, রইলো যারা.....    আ.লীগের কারণে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত দেশের মানুষ: ফখরুল    সরকারের নীতিগত পরিকল্পনায় বর্তমানে শিশু ও মাতৃমৃত্যুর হার কমেছে : প্রধানমন্ত্রী    আগামী তিন দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর    সারাদেশে কোথাও হেলমেট ছাড়া মোটরসাইকেলে তেল দেয়া হবে না    জলবায়ু পরিবর্তনের অভিযোজন মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র    রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৭   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
একইদিনে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ১০:২৮ পিএম আপডেট: ১৩.০৯.২০২৩ ১০:৩৪ পিএম | অনলাইন সংস্করণ

এবার একইদিনে ঢাকায় পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ ও বিএনপি। বিএনপির কর্মসূচি ঘোষণার দুই ঘণ্টা পর পাল্টা কর্মসূচি ঘোষণা করছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার নয়াপল্টনে সমাবেশের ডাক দিয়েছে  বিএনপির। অপর দিকে একইদিনে  “সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ”-এর কর্মসূচি ঘোষণা করলো আওয়ামী লীগও।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শুক্রবার  বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালায়ের সমানে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে ‘বিএনপি গণগ্রেফতার, নেতাকর্মীদের নির্যাতন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সমাবেশে ডাক দেয় বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমাবেশের সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। সভা সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির।



একই দিনে কেন সমাবেশ জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, আমরা নিয়মিতই সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে শান্তির সমাবেশে করে আসছি। কোনো দলের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি নেই। তবে রাজনৈতিক কর্মসূচির নামে কেউ রাজপথে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। 

বিএনপির পর আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি ঘোষণার বিষয়ে পতিক্রিয়া জানতে চাইলে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগের এখন নিজস্ব কোনো কর্মসূচি নেই। তাই তারা বিএনপির পিছে পিছে ঘুরে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বিপুল  জনসম্পৃক্ততা দেখে ঈর্শান্বিত হয়ে আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি দিচ্ছে। এখন বিএনপি কোনো কর্মসূচি ডাকলে তারা (আওয়ামী লীগ) পাল্টা কর্মসূচি দিয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করে; আর সমাবেশের নাম দিচ্ছে ‘শান্তি সমাবেশ’। তাদের (আওয়ামী লীগ) এই শান্তির সমাবেশের নাম শুনলেই আমাদের মনে ভেসে উঠে পাকবাহিনীর গড়া ‘শান্তি বাহিনী’র কথা। যারা এদেশের নিরস্ত্র মানুষের ওপর অত্যাচারের স্ট্রিম রুলার চালিয়েছে। তাদের এই ধরনের কর্মসূচি দেশের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। তাদের এসব উষ্কানিতে আমরা পা দিবো না। ‘শান্তির সমাবেশের’ নামে তারা দেশে অশান্তি কর পরিবেশ সৃষ্টি করছে।


ভোরের পাতা/কে 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]