প্রকাশ: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ১০:০৯ পিএম | অনলাইন সংস্করণ

মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চান্দহর কূলে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষ্যে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে উপজেলা পরিষদের আয়োজনে সন্ধ্যা ৬ টায় চুড়ান্ত প্রতিযোগীতার মাধ্যমে উৎসবমুখর পরিবেশে সম্পূর্ন হয় । বাইচে ১৫টি নৌকা অংশগ্রহন করলেও চুড়ান্ত পর্বে " হাতনিরাজ নামের নৌকা প্রথম স্থান অধিকার করেন। দ্বিতীয় হন সোনারতরী নৌকা।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নানের সভাপতিত্বে চান্দহর ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বাদলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন- ঢাকা বিভাগীয় কমিশনার মো.সাবিরুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-জেলা প্রশাসক রেহেনা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ। অন্যান্যদের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) আব্দুল কাইয়ুম খান, জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, এএসপি (সিংগাইর সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান অতিথি ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম ৬ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয় নির্মিত মাধবপুর চান্দহর নদীর পাকা ঘাটলা উদ্বোধন করেন। সেই সাথে উপজেলা পরিষদ থেকে প্রকাশিত নৌকাবাইচের ওপর স্মরনিকা মোড়ক উম্মোচন করেন। চান্দহর কূলের দু,তীরসহ বিভিন্ন এলাকা থেকে নদী পথে নৌকাযোগে বিপুল পরিমাণ লোকের নৌকাবাইচে সমাগম ঘটে।