প্রকাশ: রোববার, ১০ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৩৮ পিএম | অনলাইন সংস্করণ
জটিল কিডনী রোগে আক্রান্ত রায়গঞ্জের অনার্স পড়ুয়া মেধাবী ছাত্র আব্দুল্লাহ (১৯) বাঁচতে চায়। তার প্রাণ বাঁচাতে কিডনী প্রতিস্থাপন করা জরুরী। কিন্তু অর্থাভাবে তা করা যাচ্ছে না। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের নলছিয়া দড়িপাড়া গ্রামের রিকশা চালক মোহাম্মদ আলীর ছেলে আব্দুল্লাহ।
তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজের কলেজের বাণিজ্য শাখার অনার্স ১ম বর্ষের ছাত্র। অনার্সে ভর্তি হওয়ার পর থেকেই তিনি জটিল কিডনী রোগে আক্রান্ত হয়ে পড়েন। এর মধ্যে রিকশা চালক বাবা মোহাম্মদ আলী ছেলেকে বাঁচাতে ব্যয়বহুল চিকিৎসায় স্ত্রীর গহনাসহ বাড়ির অস্থাবর সব সম্বল শেষ করেছেন।
আব্দুল্লাহ জানান, এখন প্রতি সপ্তাহে দুইবার ডায়লেসিস করতে হচ্ছে। তার চিকিৎসক তাকে জরুরী ভিত্তিতে কিডনী প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। মা নুরজাহান বেগম ছেলেকে বাঁচাতে তার নিজের একটি কিডনী দেবার সিদ্ধান্ত নিয়েছেন। কিডনী প্রতিস্থাপনে দরকার বিপুল পরিমাণ টাকা। সে টাকার কোন সংস্থান এখনও হয়নি। আব্দুল্লাহর বাবা তার ছেলেকে বাঁচাতে দেশের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের নিকট আর্থিক সাহায্য প্রার্থনা করেছেন।