প্রকাশ: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ৯:৫৯ পিএম | অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জের পৌর এলাকায় পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) মো. রেজাউল করিমের বাসার তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। তার বাসা থেকে প্রায় ৪০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণের গহনা চুরি হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৯ আগষ্ট) গভীর রাতে পৌর এলাকা সয়াধানগড়া উত্তর পাড়া মহল্লায় পুলিশের বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে।
পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বর্তমানে মেহেরপুর সদর থানায় কর্মরত আছেন।
পুলিশ কর্মকর্তার ভাগ্নিনা সিফাতুল করিম শিপন বলেন, গতকাল সোমবার সকালে রেজাউল করিমের মা, স্ত্রী ও ছেলে মেয়েকে নিয়ে তার কর্মস্থল মেহেরপুর চলে যায়। এই সুযোগে চোরের দল রাতের কোন এক সময় ঘর ও গেইটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করেছে। গেইটের তালা ভাঙ্গা দেখে আমি ভিতরে ঢুকে দেখা যায়, ঘরের সমস্ত আসবাবপত্র এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটে পড়ে আছে। চুরি হয়ে গেছে ঘরে থাকা নগদ ৪০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণের গহনা।
তিনি আরও জানান, পুলিশ কর্মকর্তা তার কর্মস্থল মেহেরপুর সদর থানায় কর্মরত আছেন। সেখানেই তার সপরিবারে থাকেন। মাঝে মধ্যে ছুটিতে এই বাড়িতে আসেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সিরাজুল ইসলাম বলেন, চুরি হওয়ার ঘটনায় পুলিশ পাঠানো হয়েছি। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।