প্রকাশ: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ৯:৫০ পিএম | অনলাইন সংস্করণ

নরসিংদীর রায়পুরা উপজেলার প্রাণকেন্দ্র বিন্দু রায়পুরা পৌরসভায় ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে পক্ষকাল ব্যাপী মশক নিধন এবং পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
আজ মঙ্গলবার (২৯আগষ্ট) সকালে পৌরসভার উদ্যোগে পৌর কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন দুই দুইবারের জননন্দিত সফল মেয়র মোঃজামাল মোল্লা।
পৌরসভার ০৯টি ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানো হবে এবং ঝোঁপ-জঙ্গল পরিস্কার করা হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃনাহিদ সরকার,১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃশাহেদ আলী ভুট্টো,২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃএলাহী মোল্লা, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃঅহিদ মোল্লা,সংরক্ষিত মহিলা কাউন্সিলর বিউটি বেগম ও তাসলিমা, রায়পুরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী রুবেল সরকার, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আরিফুল,প্রধান সহকারী মুহাম্মদ হাসান কবির, পৌর কর আদায়কারী মোঃরোকন উদ্দিন, পৌর ঠিকাদারকারী সুপারভাইজার মোঃখোকন মিয়া,পৌর অফিস সরকারী কাম-কম্পিউটার আহম্মদ, পৌর উদ্যোক্তা রাজন আহমেদ, শ্রীনগর ইউপির চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খাঁন( রাসেল) প্রমুখ।
রায়পুরা পৌর নির্বাহী কর্মকর্তা মোঃমনিরুল ইসলাম ভোরের পাতা প্রতিনিধিকে জানান, আমরা আগের চেয়ে উন্নত মানের কেমিক্যাল সংগ্রহ করেছি। জন কর্মী পৌরসভার ০৯টি ওয়ার্ডের এ কেমিক্যাল ব্যবহার করে ঔষধ ছিটিয়ে দিবে।
তাছাড়া তিনি আরও জানান, বর্তমানে বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ মহামারি আকার ধারন করেছে।রায়পুরা পৌরসভার দুই দুইবারের জননন্দিত সফল মেয়র মোঃজামাল মোল্লার নেতৃত্বে মশক নিধনে আমরা পক্ষকাল ব্যাপী একটি ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছি।
আজ রায়পুরা পৌরসভার কার্যালয়ের মাঠ প্রাঙ্গণের আশেপাশে ফগার মেশিনে ঔষধ ছিটিয়ে কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে ঔষুধ দেওয়া হবে।
এছাড়া ড্রেন, ঝোপ-জঙ্গল যেখানে মশার লার্ভা পাওয়া যাবে সেখানে ঔষধ দেওয়া হবে। এজন্য তিনি পৌরবাসীর সহযোগিতা কামনা করেন। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।