প্রকাশ: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ৩:০৫ পিএম | অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বিদেশিরা পাগল হয়ে যায়নি যে কারো কথায় শেখ হাসিনাকে সরিয়ে দিতে দেবে। মার্কিন সরকারও চায় আবারও শেখ হাসিনাই বাংলাদেশের সরকারপ্রধান থাকুক।
মঙ্গলবার (২৯ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
সালমান এফ রহমান বলেন, মার্কিন সরকার শেখ হাসিনার সাথে সুসম্পর্ক অব্যাহত রেখেছেন। তারাও জানেন ভোটের মাধ্যমে আবারও শেখ হাসিনা নির্বাচিত হবে।
যারা বিদেশে বসে ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনীতি করতে চাইলে তারেক রহমান দেশে এসে মোকাবিলা করুক, প্রয়োজনে জেল খাটুন, সাহস না থাকলে রাজনীতির প্রয়োজন নেই। বিদেশে বসে ষড়যন্ত্র করলে রাজনীতি হয়না। নির্বাচন সামনে রেখে নানা ধরণের ষড়যন্ত্র হচ্ছে সরকারের পতন ঘটানোর। এটা বিরোধীদের স্বপ্নই থেকে যাবে। শেখ হাসিনা পরিবার হত্যার প্রতিশোধ নয়, দেশকে সোনার বাংলায় রূপান্তর করতেই জীবন শঙ্কায় রেখেও দেশে ফিরেছেন।