প্রকাশ: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩, ১:৩২ এএম আপডেট: ১১.০৮.২০২৩ ১:৩৪ এএম | অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন দেখে তিতাস নদীতে লাফিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ ও আহত হয়েছেন অন্তত ১৫ জন।
নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে আখাউড়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করেছে।
বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে সিলেট-আখাউড়া রেলপথের খরমপুর কেল্লা বাবার মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আখাউড়ার খরমপুরের প্রখ্যাত আউলিয়া শাহ্ ছৈয়দ আহাম্মদ গেছুদারাজ (রহ.) শাহপির কেল্লা বাবার মাজারের বাৎসরিক ওরস শুরু হয়েছে বৃহস্পতিবার। সকাল থেকেই দেশের নানা প্রান্ত থেকে লাখো ভক্ত মাজারে আসে।
ওরস উপলক্ষে মাজারের পশ্চিম পাশে সিলেট-আখাউড়া রেললাইন ধরে হাজার হাজার ভক্ত রেলপথে ভিড় জমায়। সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন রাত পৌনে ৯টার দিকে কেল্লা বাবার মাজারে পশ্চিম পাশে রেলপথ অতিক্রম করার সময় তিতাস সেতুতে থাকা শত শত ভক্ত ট্রেন দেখে ছোটাছুটি শুরু করে।
এ সময় ট্রেনের ধাক্কা ও লাফিয়ে নদীতে পড়ে তিনজন ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।