শুক্রবার ৮ ডিসেম্বর ২০২৩ ২৩ অগ্রহায়ণ ১৪৩০

শিরোনাম: বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো: প্রধানমন্ত্রী    ওসমানী বিমানবন্দরে ৩৪ কেজি সোনাসহ আটক ৪    পতাকাবিহীন গাড়িতে কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী    যোগদানের ২৫ দিনের মাথায় বদলি ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ওসি হাবিল    স্বতন্ত্র প্রার্থীর কাছে ৪৮ নৌকার মাঝি ধরাশায়ী!    নিষেধাজ্ঞায় পড়লে পণ্য না নেওয়ার শর্ত প্রসঙ্গে যা বলল বিজিএমইএ    রাষ্ট্রপতির কাছে ৪ দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ভারতের যে গ্রামে পর্যটক আনছে কচ্ছপ!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ১১:৪৫ এএম আপডেট: ২০.০৭.২০২৩ ১১:৪৬ এএম | অনলাইন সংস্করণ

ভারতের মহারাষ্ট্রের উপকূলীয় ভেলাস গ্রাম পর্যটকদের আকর্ষণে পরিণত হয়েছে৷ বিপন্ন প্রজাতির অলিভ রিডলি কচ্ছপ এর কারণ৷


একটি সংস্থা তাদের রক্ষায় কাজ করছে৷ গ্রামবাসীও এতে সম্পৃক্ত হয়ে লাভবান হচ্ছেন৷

শিশু কচ্ছপরা টিম টিম করে সাগরের দিকে ছুটছে- এমন দৃশ্য দেখতে ভেলাসে ভিড় করেন পর্যটকরা৷ তাদের একজন মুম্বইয়ের শিক্ষার্থী শ্রুতি গোর৷ তিনি বলেন, ‘‘আমি আমার আর্ট প্রজেক্টের জন্য এসেছি৷ প্রজেক্টের বিষয় ‘অ্যাট দ্য রেস'৷ সেজন্য কিছু ছবির দরকার ছিল৷ ভেবে পাচ্ছিলাম না, কী করবো৷ একসময় কনজারভেশন বা এমন কিছুর কথা ভাবছিলাম৷ পরে ভাবলাম, কচ্ছপেরা সাগরে যাচ্ছে এমন ছবি তুলবো৷ কারণ এটাও একধরনের বাঁচার জন্য প্রতিযোগিতা৷''

শীতে একেকটি নারী কচ্ছপ সর্বোচ্চ ১৬০টি ডিম পাড়ে৷ কয়েক বছর আগেও স্থানীয়রা সেসব ডিম খেয়ে ফেলতেন বা বিক্রি করতেন৷

২০ বছর আগে এই অবস্থার পরিবর্তন হয়৷ পরিবেশ নিয়ে কাজ করা এনজিও ‘সেহিয়াদ্রি নিশার্গ মিত্র' কচ্ছপদের রক্ষায় এগিয়ে এসেছিল৷ ‘ওয়াশিংটন কনভেনশন অন ওয়াইল্ডলাইফ ট্রেড' অলিভ রিডলি প্রজাতির কচ্ছপকে বিপন্ন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করেছে৷

গবেষক মোহন উপাধ্যায় জানান, ‘‘যারা সৈকতে ঘুরে কচ্ছপের ডিম সংগ্রহ করতেন তাদের আমরা বোঝানোর চেষ্টা করেছি৷ কচ্ছপ ও তাদের ডিমের গুরুত্ব বুঝিয়েছি আমরা৷ এভাবে শিকারিরা একসময় কচ্ছপ সংরক্ষণের অংশ হয়ে ওঠে৷''

কচ্ছপদের নিয়ে কাজ করে কিছু গ্রামবাসী এখন জীবিকা নির্বাহ করছেন৷ এটা সত্যিকার অর্থে একটি ইকো টুরিজম হয়ে উঠেছে, যার কারণ মানুষ ও প্রাণী উভয়ই লাভবান হচ্ছে৷



ম্যানগ্রোভ ফাউন্ডেশনের বন্দন জাভেরি বলেন, ‘‘আপনি যখন কিছু সম্পর্কে জানেন তখন তাদের গুরুত্ব সম্পর্কে বুঝতে পারেন, তাদের রক্ষার তাগিদ অনুভব করেন৷ এটাই ইকো টুরিজমের গুরুত্ব: এটা প্রজাতি, আবাস ও দর্শকদের এক করে৷''

প্রায় সাত বছর ধরে কচ্ছপ দেখতে আসা পর্যটকদের আপ্যায়ন করছে সিদ্ধি কুলাপকার ও তার পরিবার৷ প্রতিবছর ভেলাস কচ্ছপ উৎসবের সময় তারা তাদের ঘরকে ‘হোম স্টে'তে পরিণত করেন৷ সিদ্ধি বলেন, ‘‘হোম স্টে শুরুর পর আমাদের খুব ভালো হয়েছে৷ আগে এখানে কিছু ছিল না৷ একমাত্র কাজ ছিল দিনমজুরি৷ কিন্তু এখন আমরা ভালো উপার্জন করছি৷ প্রতিবছর অনেক পর্যটক আসছেন৷''

প্রকৃতির ক্ষতি না করে প্রকৃতি উপভোগ সম্ভব করতে কিছু নিয়ম চালু করা হয়েছে৷ ‘‘যেমন সৈকতে বালু দিয়ে কিছু করা যায় না৷ পর্যটকরা চাইলেও ওয়াটার স্পোর্টসের অনুমতি নেই৷ সৈকতে কোনো আলোর ব্যবস্থা নেই৷ আর গাড়ি শুধু দূরে পার্ক করা যায়৷ মূল লক্ষ্য হচ্ছে কনজারভেশন,'' বলেন মোহন উপাধ্যায়৷

অলিভ রিডলি প্রজাতির কচ্ছপ বাঁচাতে ভেলাসে শুরু হওয়া ইকো টুরিজম সৈকতের আরও দশ গ্রামে বাস্তবায়িত হচ্ছে৷ সূত্র: ডয়চে ভেলে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
http://dailyvorerpata.com/ad/apon.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]