ঈদুল আজহার ছুটি শেষে রবিবার (২ জুলাই) থেকে খুলেছে সরকারি বেসরকারি অফিস আদালত, ব্যাংক বীমাসহ সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান।
তবে ঈদের পর প্রথম কর্মদিবসে অফিস-আদালত শুরু হলেও এখনো ছুটির আমেজ বিরাজ করছে। অনেকে বাড়তি ছুটি নিয়ে রাজধানীতে ফেরেননি। যে কারণে যানবাহন কম সড়কে, অনেকটাই ফাঁকা। যারা অফিসে যোগ দিয়েছেন, সবাই নির্বিঘ্নে কর্মস্থলে যেতে পেরেছেন।
অফিস-আদালতের কার্যক্রম পুরোদমে শুরু হতে আরও দুই থেকে তিন দিন লেগে যাবে বলে জানিয়েছেন অনেকে।
এদিকে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ঈদের আমেজ দেখা গেছে। তারা একে অপরের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন।
ঈদের ছুটি তিন দিন থাকলেও ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে একদিন বাড়ানো হয়। গত ২০ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।