শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৪ আশ্বিন ১৪৩০

শিরোনাম: নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, নিহত ৩    ভারত বিশ্বকাপে নাশকতার হুমকি    ৫০০ শয্যা পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি    খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন স্বরাষ্ট্র হয়ে আইন মন্ত্রণালয়ে    আ.লীগ ক্ষমতায় না থাকলে দেশ অন্ধকারে ফিরে যাবে: প্রধানমন্ত্রী    মহানবীর (সা.) আদর্শ অনুসরণ করে মানবতার কল্যাণে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির    মহানবী (সা.)’র আদর্শ অনুসরণের মধ্যেই সফলতা ও শান্তি নিহিত: প্রধানমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
পুরুষদের টয়লেটে দীপিকা-আলিয়া!
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ মে, ২০২৩, ৭:১৮ পিএম | অনলাইন সংস্করণ

বলিউডে জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাট। এই দুই তারকার ভেতর দারুণ একটি সম্পর্ক রয়েছে। দুই তারকা বরাবরই একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করে এসেছেন। এমনকি ছুটিতে এবং বেশ কিছু ইভেন্টে একসাথে যেতে দেখা গেছে এই জুটিকে। তবে বাইরের গল্পের পাশাপাশি, তাদের ভেতরের বেশ কিছু গল্প রয়েছে, যা শুনলে হাসিতে ফেটে পড়বেন ভক্তরা।

এমনই একটি ঘটনা প্রকাশ করেছিলেন দীপিকা। একবার আলিয়াকে সঙ্গে নিয়ে অভিনেত্রী ঢুকে পড়েছিলেন পুরুষের টয়লেটে!

২০১৮ সালে কফি উইথ করণের একটি পর্বে পুরুষদের ওয়াশরুম ব্যবহার করার গল্পটি শেয়ার করেছিলেন দীপিকা। সেই ভিডিওটি সম্প্রতি নতুন করে ভাইরাল হয়েছে অনলাইনে। সেই পর্বে কারনকে দীপিকা বলেছিলেন, ‘আমরা বার্লিনে একটি কোল্ডপ্লে কনসার্টে ছিলাম।

তখন মঞ্চে যে গানটি চলছিল আমরা সেটি মোটেও পছন্দ হয়নি। আর আমাদের দু’জনেরই প্রস্রাব চেপেছিল। তাই গান চলার সময় আমরা পালিয়ে যাই। আলিয়া এবং আমি বাথরুমের দিকে দৌড়ে গেলাম।



কিন্তু নারীদের বাথরুমের বাইরে দীর্ঘ লাইন ছিল। তাই আমরা পুরুষদের বাথরুমের দিকে ছুটে গেলাম। সেখানে পাঁচজন লোক ছিল, আমরা তাদের ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলাম। তারপর একসাথে ঢুকলাম, কাজ শেষ করে বেরিয়ে এলাম।’ 

কারন তখন দীপিকাকে বলেন, ‘তোমরা ইউরোপে ছিলে। এটা সেখানে নরমাল।’ দীপিকা তখন আলিয়ার দিকে ইঙ্গিত করে বলেন, ‘সে আমার ক্রাইম পার্টনার।’ 

এর আগে ‘গেহেরাইয়ান’ সিনেমার প্রচারের সময় মিস মালিনীর সাথে ঘটনাটি শেয়ার করেন দীপিকা। অভিনেত্রী বলেছিলেন, ‘পরিচ্ছন্নতা কোনো ব্যাপার নয়। যখন আমাকে ওয়াশরুম ব্যবহার করতে হবে, তখন আমাকে যেকোনো জায়গায় সেটি ব্যবহার করতে হবে।’

দীপিকাকে সামনে দেখা যাবে নাগ অশ্বিনের সাই-ফাই অ্যাকশন ‘প্রজেক্ট কে’তে। এতে প্রভাস এবং মেগাস্টার অমিতাভ বচ্চনকেও মুখ্য ভূমিকায় দেখা যাবে। মাল্টি-স্টারার সিনেমাটিতে দুলকার সালমান, দিশা পাটানি, গৌরব চোপড়াসহ আরো অনেকে রয়েছেন। এর বাইরে হৃতিক রোশন ও অনিল কাপুরের সঙ্গে সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটার’ চলচ্চিত্রও আসছে দীপিকার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
http://dailyvorerpata.com/ad/apon.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]