প্রকাশ: রোববার, ২৮ মে, ২০২৩, ১০:১২ পিএম | অনলাইন সংস্করণ
নরসিংদীর রায়পুরা উপজেলায় পৌর বানিজ্য মেলা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮মে) বিকাল ৫ ঘটিকায় রায়পুরা পৌরসভা মাঠ প্রাঙ্গণে পৌর বানিজ্য মেলা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
রায়পুরা পৌরসভা বানিজ্য মেলা শুভ উদ্বোধনে সভাপতিত্বে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ নাহিদ সরকার ও সঞ্চালনায় পৌর বানিজ্য মেলা আয়োজক কমিটির আহ্বায়ক মেহেদী মোল্লাসহ কাজী ট্রেডার্স এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট তত্ত্বাবধানে পৌর বানিজ্য মেলা আয়োজন করা হয়। তাছাড়া পৌর বানিজ্য মেলায় শুভেচ্ছান্তে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম।
পৌর বানিজ্য মেলার শুভ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনে ছয় ছয়বারের সাংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য গণমানুষের নেতা রাজিউদ্দিন আহমেদ রাজু,নরসিংদী জেলার আওয়ামীলীগের সভাপতি জি এম তালেব হোসেন।
রায়পুরা পৌর বানিজ্য মেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, তদন্ত (ওসি)মীর মাহবুব, রায়পুরা পৌরসভা সকল কাউন্সিলরবৃন্দ।
এছাড়াও রায়পুরা উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দগণও উপস্থিত ছিলেন।