বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ২৭ ভাদ্র ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব    নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি    নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির    দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!    মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি    প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)    নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ঢাকা জেলার নতুন রেজিস্ট্রার অহিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ মে, ২০২৩, ৮:৩২ পিএম | অনলাইন সংস্করণ

ঢাকা জেলা রেজিস্ট্রার হিসেবে অহিদুল ইসলামকে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি গাজীপুর জেলার জেলা রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। আজ রোববার (২৮ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ এর সিনিয়র সহকারী সচিব মো. শফিউল আলম স্বাক্ষরিক এক আদেশে অহিদুল ইসলামকে ঢাকা জেলা রেজিস্ট্রার হিসেবে পদায়ন করা হয়। অহিদুল ইসলাম বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন (বিআরএসএ)-এর নির্বাচিত সভাপতি।

অহিদুল ইসলামকে ঢাকা জেলার রেজিস্ট্রার হিসেবে পদায়ন করায় বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের (বিআরএসএ) মহাসচিব এসএম শফিউল বারী তাকে অভিনন্দন জানিয়েছেন। সেইসঙ্গে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র অহিদুল ইসলাম ২০০৪ সালে ১৮ মার্চ সাব রেজিস্ট্রার হিসেবে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় প্রথম চাকরিতে যোগদান করেন। এরপর ২০১৯ সাল পর্যন্ত হবিগঞ্জ, চট্টগ্রাম, ঢাকা, নারায়ণগঞ্জ এবং মানিকগঞ্জে সাব রেজিস্টার হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে ২০১৯ সালের ডিসেম্বর থেকে জেলা রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। জেলা রেজিস্ট্রার হিসেবে তার প্রথম পোস্টিং ছিল হবিগঞ্জ জেলায়। এরপর দীর্ঘদিন গাজীপুর জেলার জেলা রেজিস্ট্রার হিসেবে দায়িত্বরত ছিলেন। সর্বদা হাস্যোজ্জ্বল ও অমায়িক ব্যক্তিত্বের অধিকারী অহিদুল ইসলাম কর্মজীবনের শুরু থেকে দক্ষতা ও নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে চাকরি ক্ষেত্রে ব্যাপক সুনাম অর্জন করেছেন।



অহিদুল ইসলাম ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স এবং এম ফিল ডিগ্রী অর্জন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় পিএইচডি গবেষণারত। এছাড়াও তিনি এলএটিসি এবং সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সে অতিথি বক্তা হিসেবে এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অতিথি শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

একই আদেশে দেশের বিভিন্ন জেলায় কর্মরত আরও ১২ জন জেলা রেজিস্টারকে বদলি করা হয়। বদলির আদেশপ্রাপ্তদের মধ্যে মো. আসাদুল ইসলামকে ঝিনাইদহ থেকে কুমিল্লা, সাবিকুন নাহারকে ঢাকা থেকে গাজীপুর, মো. আনোয়ারুল হক চৌধুরীকে কুমিল্লা থেকে নোয়াখালী, মো. আব্দুল খালেককে নোয়াখালী থেকে নেত্রকোণা, দ্বীপক কুমার সরকারকে খুলনা থেকে পাবনা, শফিকুল ইসলামকে চুয়াডাঙ্গা থেকে খুলনা, মোহাম্মদ আব্দুল হাফিজকে সাতক্ষীরা থেকে কিশোরগঞ্জ, মো. আবু তালেবকে কিশোরগঞ্জ থেকে যশোর, মনিরুল ইসলামকে বাগেরহাট থেকে মাদারীপুর, মো. রুহুল কুদ্দুসকে মাদারীপুর থেকে বাগেরহাট, পথিক কুমার সাহাকে বরিশাল থেকে ময়মনসিংহ এবং ময়মনসিংহের জেলা রেজিস্ট্রার মোহছেন মিয়াকে বরিশালের জেলার রেজিস্ট্রার হিসেবে বদলি করা হয়েছে।

বদলিকৃত জেলা রেজিস্ট্রারগণকে আগামী ৫ জুন বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা রেজিস্ট্রার হিসেবে ৫ জনের পদোন্নতি: আজ রোববার (২৮ মে) আইন ও বিচার বিভাগের উপ-সচিব (রেজিস্ট্রেশন) আবু সালেহ্ মো. সালাহ্ উদ্দিন খাঁ স্বাক্ষরিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অপর এক আদেশে ৫ সাব রেজিস্ট্রারকে জেলা রেজিস্ট্রার হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। আদেশে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার মো. জহুরুল ইসলামকে গাইবান্ধার জেলার জেলা রেজিস্ট্রার, ব্রাহ্মণবাড়িয়া সদর সাব সাব রেজিস্ট্রার মো. আব্দুর রকিব সিদ্দিককে নড়াইল জেলার জেলা রেজিস্ট্রার, কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলা সাব রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল মোতালেবকে চুয়াডাঙ্গা জেলার জেলা রেজিস্ট্রার, ময়মনসিংহের ত্রিশাল উপজেলা সাব রেজিস্ট্রার মো. জাহিদ হোসেনকে মানিকগঞ্জ জেলার জেলা রেজিস্ট্রার এবং বগুড়া সদর উপজেলার সাব রেজিস্ট্রার সাব্বির আহমেদকে ঝিনাইদহ জেলার জেলার রেজিস্ট্রার হিসেবে পদোন্নতির পর পদায়ন করা হয়েছে। বদলিকৃত নতুন ৫ জেলা রেজিস্ট্রারকে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]