প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ৮:৫৭ পিএম | অনলাইন সংস্করণ

নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির গাজীর দ্বিতীয় স্ত্রী ভরন পোষনের দাবিতে স্বামীর বড় ভাইয়ের বাসায় ৭ দিন যাবত অবস্থান করে।
ভুক্তভোগী দ্বিতীয় স্ত্রী মাকসুদা বেগম জানান, প্রায় দুই বছর আগে রাজনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির গাজী তাকে বিয়ে করে। বিয়ের পরে তাদের ঘরে একটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে এবং বর্তমানেও সে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু তার স্বামী জাকির গাজী তার কোন খোঁজখবর ও ভরণপোষণ না দিয়ে পালিয়ে থাকে। যৌতুক হিসেবে এ পর্যন্ত বহু টাকা নিয়েছে তার কাছ থেকে। এখন আর খোঁজখবর তো নেই না বরঞ্চ ডিভোর্সের নোটিশ পাঠিয়েছে।
দ্বিতীয় স্ত্রী মাকসুদা বলেন, এ বিষয়ে কোন আইনি পদক্ষেপ গ্রহণ করলে মোবাইল ফোনে আমাকে মেরে ফেলার হুমকিও প্রদান করে সাবেক চেয়ারম্যান। এ বিষয়ে আমি আইনি পদক্ষেপ গ্রহণ করব। আমার স্বামী বর্তমানে এখানে না থাকায় আমি আমার ছোট ভাই আবুল হোসেনের সাথে বাবার বাড়ি চলে যাচ্ছি।
বিষয়টি জানার জন্য সাবেক চেয়ারম্যান জাকির গাজীর মোবাইল ফোনে একাধিকবার ফোন দেয়া হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।