বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০

শিরোনাম: একনেকে ৮ হাজার ৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন    ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত    বায়ুদূষণের শীর্ষে দিল্লি, তৃতীয় ঢাকা    কাতারের আমির ঢাকায় আসছেন এপ্রিলে    রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৪    যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত    ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে চায় অষ্ট্রেলিয়া   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
প্রোডিউসারদের ইনবক্সে যোগাযোগ করতে বললেন সানাই!
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ মে, ২০২৩, ৯:০০ পিএম | অনলাইন সংস্করণ

শোবিজের রঙিন দুনিয়াকে অনেক আগেই বিদায় জানিয়েছেন আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। এরপর মনোনিবেশ করেন ধর্মে। সবশেষ গত বছরের ২৭ মে ব্যাংক কর্মকর্তা আবু সালেহ মুসার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন সানাই। কিন্তু একবছর পূর্ণ না হতেই ভাঙনের সুর সেই সংসারে।

বিয়ের পর স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করছিলেন আলোচিত এ মডেল। কিন্তু বর্তমানে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটতে হচ্ছে তাকে। আর বিচ্ছেদের দিকে যাওয়ায় অর্থনৈতিক সংকটে পড়ার ভয়ও পাচ্ছেন সানাই। কারণ এখন তিনি আগের মতো আইটেম সং, ফটোশুট কিংবা সিনেমায় কাজ করতে পারবেন না।



বুধবার বিকেল ৫টায় ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এসব কথা জানান সানাই।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আপনারা সবাই জানেন যে, ২০২১ সালেই আমি মিডিয়া ছেড়ে ইসলামিক লাইফ লিড করছি, সেটা সম্পর্কে আপনারা সবাই অবগত। আমার পক্ষে কখনোই আগের মতো আইটেম সং কিংবা ফটোশুট কিংবা সিনেমায় কাজ করা সম্ভব না। কিন্ত এখন আমি কি করবো? আপনারা বলেন, আমার কী করা উচিত? সংসার করার জন্য সব ছেড়ে চলে আসলাম, কিন্ত সেই সংসারটা তো এরকম হওয়ার কথা ছিল না। আমার চলতে অবশ্যই আর সবার মতো অর্থ প্রয়োজন, আমি আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে কয়দিন চলব? বাবার কাছ থেকে টাকা নেয়াটা কি বা উচিত হবে? আর কত দিনইবা বাবার কাছ থেকে টাকা নেয়া যায়?’

তিনি আরও লেখেন, ‘এখান আমার কি করা উচিত, আপনারাই বলেন? এখন আমি ডিসিশন নিয়েছি যে, যদি পর্দা মেইনটেইন করে উপস্থাপনা কিংবা অন্যান্য ইসলামিক অনুষ্ঠান উপস্থাপনা করা যায়, তাহলে আমি অবশ্যই কাজ করবো। আমি আবারও বলছি, পর্দা মেইনটেইন করে যতটুকু কাজ করা যায় অতটুকুই করবো। আপনারা যারা ডিরেক্টর কিংবা প্রোডিউসার আছেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই পেজের ইনবক্সে।’

সবশেষ তিনি লেখেন, ‘আমি আবারও বলছি, পর্দা মেইনটেইন করে যদি প্রোগ্রাম উপস্থাপনা কিংবা রান্নার অনুষ্ঠান উপস্থাপনা করা যায় আমি সেটা করবো। আমার বেতন/সম্মানী আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]