সোমবার ২৯ মে ২০২৩ ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০

শিরোনাম: বিশ্বব্যাপী শান্তি বিনির্মাণ প্রচেষ্টায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী    বাংলাদেশি শান্তিরক্ষীরা জাতিসংঘের মিশনে মর্যাদাপূর্ণ অবস্থানে রয়েছে: রাষ্ট্রপতি    চীন বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী: প্রধানমন্ত্রী: প্রধানমন্ত্রী    টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত এরদোয়ান    নিষেধাজ্ঞা নিয়ে কোনো মাথাব্যথা নেই, বিদেশিরা আমাদের বন্ধু: কাদের    স্বর্ণের দাম কমলো    রাজধানীতে সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সর্বাধুনিক প্রযুক্তির প্রাইম্যাক্স সিরিজের ফোরকে এলইডি টিভি আনলো সিঙ্গার
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ৬:১১ পিএম | অনলাইন সংস্করণ

দেশের শীর্ষস্থানীয় কনজ্যুমার ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘সিঙ্গার বাংলাদেশ’ তাদের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট প্রাইম্যাক্স সিরিজের ফোরকে এলইডি টিভি বাজারে এনেছে। সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ নতুন এই টিভি বাংলাদেশের ভিউয়ারদেরকে টিভি দেখার এক অসাধারণ অভিজ্ঞতা উপহার দিবে। 

আজ মঙ্গলবার (২৩ মে) ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক বর্ণিল অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রাইম্যাক্স সিরিজের টিভি ল  করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিঙ্গার বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও জনাব এম এইচ এম ফাইরোজ, মার্কেটিং ডিরেক্টর জনাব চন্দনা সামারাসিংহে, সেলস ডিরেক্টর জনাব কাজী রফিকুল ইসলাম এবং সুপারস্টার অভিনেতা ও মডেল আরেফিন শুভ-সহ সিঙ্গারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের বাজারে সর্বাধুনিক প্রযুক্তির ফ্ল্যাগশিপ প্রাইম্যাক্স সিরিজের ফোরকে এলইডি টিভি আনা প্রসঙ্গে সিঙ্গার বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও জনাব এম এইচ এম ফাইরোজ বলেন, প্রযুক্তির হাত ধরে টিভি দেখার দুনিয়া দিন দিন বদলে যাচ্ছে। ক্রেতারা এখন চান আরো বেশি ইমারসিভ ভিউয়িং এক্সপেরিয়েন্স। তাদের চাহিদার কথা মাথায় রেখেই আমরা সর্বাধুনিক প্রযুক্তির প্রাইম্যাক্স সিরিজের ফোরকে এলইডি টিভি বাজারজাত করেছি। এতে ভিউয়াররা প্রাইম টেকনোলজির সাথে ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্ট উপভোগ করতে পারেন। 



সুপারস্টার অভিনেতা ও মডেল আরেফিন শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে বলেন, সিঙ্গার প্রাইম্যাক্স সিরিজের সাথে যুক্ত হতে পেরে আমি খুব খুশি। প্রাইম্যাক্স সিরিজ লে র মধ্যে দিয়ে আমাদের দেশের ব্যবহারকারীরা টিভি দেখার অনন্যসাধারণ সিনেমাটিক ভিউয়ের অভিজ্ঞতা পাবেন। আমার বিশ্বাস, সিঙ্গারের নতুন এই টিভি ক্রেতাদের মন জয় করে নিতে সক্ষম হবে।  

অত্যাধুনিক প্রযুক্তির প্রাইম্যাক্স সিরিজের সিঙ্গারের এই টিভি গুগল অথরাইজড অ্যান্ড্রয়েড টিভি। এতে লেটেস্ট অফিসিয়াল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং সার্টিফায়েড নেটফিক্স অ্যাপ ব্যবহার করা হয়েছে। এর ফোরকে এইচডিআর ফিচার ব্যবহারকারীদের দিবে সিনেমাটিক ভিউয়ের অভিজ্ঞতা। তাছাড়া এমইএমসি ফিচার টিভি দেখার সময় ম্যাক্সিমাম ক্লিয়ারিটি নিশ্চিত করবে। এর ডলবি ভিশন অ্যাটমোস ব্যবহারকারীদের প্রিমিয়াম অডিও-ভিজুয়াল কোয়ালিটির এক্সপেরিয়েন্স দিবে। দ্রুত স্ট্রিমিং নিশ্চিত করতে এতে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই ও বিটি ৫.০ ফিচার যোগ করা হয়েছে। প্রাইম্যাক্স সিরিজের টিভিতে ইন-বিল্ট ক্রোমকাস্ট থাকায় ব্যবহারকারীরা তাদের পছন্দের সব প্রোগ্রাম সহজেই উপভোগ করতে পারবেন। আবার টিভির যাতে ক্ষতি না হয়, এজন্য এতে ডাস্ট, থান্ডার ও হাই ভোল্টেজ এবং হিউমিডিটি প্রোটেকশন ফিচার রয়েছে।

সিঙ্গার বাংলাদেশের ওয়েবসাইট অথবা সারাদেশের যেকোনো আউটলেট থেকে প্রাইম্যাক্স সিরিজের ফোরকে এলইডি টিভি কেনা যাবে। এই মুহূর্তে ৪৩ ইি , ৫০ ইি  এবং ৫৫ ইি  এই তিনটি সাইজের সিঙ্গার প্রাইম্যাক্স ফোরকে এলইডি টিভি পাওয়া যাচ্ছে। প্রাইম্যাক্স সিরিজ-এর টিভি পাওয়া যাচ্ছে ৩ বছরের ওয়ারেন্টি, ৬ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফ্রি ইনস্টলেশন সুবিধার সাথে। 

ছবির ক্যাপশন: দেশের শীর্ষস্থানীয় ভোক্তা ও হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি 'সিঙ্গার বাংলাদেশ' একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাদের ফ্ল্যাগশিপ ফোরকে এলইডি: প্রাইম্যাক্স সিরিজ চালু করেছে। সিঙ্গার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জনাব এম এইচ এম ফাইরোজ, মার্কেটিং ডিরেক্টর জনাব চন্দনা সামারাসিঙ্গে, এক্সিকিউটিভ ডিরেক্টর- কাস্টমার কেয়ার জনাব হোসাইন শেরিফ, সেলস ডিরেক্টর জনাব কাজী রফিকুল ইসলাম, ডিরেক্টর ফর টেকনোলজি অ্যান্ড ইনোভেশন জনাব হাকান আলতিনিসিক, হেড অব প্রোডাক্ট- এমডিএ এন্ড কনসিউমার ইলেকট্রনিক্স,  জনাব ফারহান আজহার,  প্রোডাক্ট ম্যানেজার জনাব জাহিদুল হাসান এবং সুপারস্টার অভিনেতা ও মডেল আরেফিন শুভ-সহ সিঙ্গারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/brunaifood.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
http://dailyvorerpata.com/ad/apon.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]