প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩, ২:৪৫ এএম | অনলাইন সংস্করণ

অযৌক্তিক আলোচ্যসূচির অভিযোগে ঢাকা ক্লাব লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গত ২৯ এপ্রিল ইজিএমের নোটিশ দেওয়া হয়। ওই নোটিশের বৈধতা নিয়ে ক্লাবের সদস্য ও আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ কোম্পানি আইনে হাইকোর্টে এক আবেদন করেন।
আদালতে শওকত আজিজের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ ও আইনজীবী কাজী আখতার হোসাইন।
কাজী আখতার হোসাইন গণমাধ্যমকে বলেন, ইজিএমের আলোচ্যসূচিতে আর্থিক ব্যবস্থাপনার বিষয়টি ছিল। অযৌক্তিক আলোচ্যসূচি নিয়ে সদস্যদেরও আপত্তি ছিল। ইজিএমের নোটিশ নিয়ে কোম্পানি আইনের ৮৫(৩) ও ৮৫(১) ধারায় শওকত আজিজ হাইকোর্টে আবেদন করেন। শুনানি নিয়ে হাইকোর্ট ওই ইজিএম নোটিশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিতের আদেশ দেন।