একান্ত ভাবনা .....
প্রকাশ: রোববার, ৯ এপ্রিল, ২০২৩, ৯:৫৪ পিএম | অনলাইন সংস্করণ

মহান জাতীয় সংসদের পঞ্চাশ বছর উদযাপিত হল। এটা আমাদের মহান গর্বের ব্যাপার।
জাতির জনক বঙ্গবন্ধু তাঁর জীবদ্দশায় পেয়েছিলেন, একদল আদর্শবান ও উচ্চ শিক্ষিত রাজনৈতিক নেতৃত্বের বিশাল বহর। বঙ্গবন্ধুর অবর্তমানে নয় মাস, তাদের প্রায় সকলেই প্রখর বুদ্ধিদীপ্ত নেতৃত্বে ও অসামান্য সাহসের সাথেই, মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। একথা অনস্বীকার্য যে তাঁরা সকলেই জাতীয় বীর।
সবচেয়ে সৌভাগ্যর ব্যাপার, আবার তাদের প্রায় অনেককেই মাননীয় প্রধানমন্ত্রী, বিগত প্রায় চার দশক ধরে আওয়ামী লীগের দলীয় ও পরিশেষে রাস্ট্র পরিচালনার জন্য পাশে পেয়েছিলেন। দল ও রাষ্ট্রের জন্য কল্যাণকর অনেক কিছুই তাদের সম্মিলিত অবদান। সেই দিক থেকে নিঃসন্দেহ মাননীয় প্রধানমন্ত্রী অনেক ভাগ্যবান।
কিন্ত ,আগামীর যে অবারিত ও অমিত সম্ভাবনার উন্নত বাংলাদেশ, সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে, দৃশ্যমান সেই একদল উদিয়মান, চৌকষ, কৌশলী এবং সর্বোপরি গণমানুষের কাছে সৎ ও নির্ভরযোগ্য অপেক্ষাকৃত তরুণ নেতৃত্বের ঝাঁক কি নির্মহ বিশ্বাস ও দৃষ্টিতে এখনও দেখা যাচ্ছে।
(লেখাটি আওয়ামী লীগ নেতা ফাইয়াজুল হক রাজুর ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া)