প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ১০:৪৮ পিএম | অনলাইন সংস্করণ

আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় আমাদের মন, মননে আত্মায় মিশে আছে। আমরা যখন বঙ্গবন্ধু কথাটা মুখ দিয়ে উচ্চারণ করি তখন কিন্তু আমাদের চোখের সামনে বাংলাদেশের পতাকায় ভাসে। জাতীয় নির্বাচন আসলেই যে ধরণের ষড়যন্ত্র তারা সব সময় করে থাকে ঠিক একইভাবে তারা এবারো ষড়যন্ত্র করার পায়তারা করছে।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ১০১৩তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
উৎপল দাস বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন সে পথকে আরও সুগম করতে হলে সকল ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে। এবং জাতীয় নির্বাচন আসলেই যে ধরণের ষড়যন্ত্র তারা সব সময় করে থাকে ঠিক একইভাবে তারা এবারো ষড়যন্ত্র করার পায়তারা করছে। আমরা বিশ্বাস করি দেশের আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিষয়ে আরও বেশী সজাগ দৃষ্টি রাখবেন। দেশকে যারা অস্থিতিশীল করতে চাই তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।