প্রকাশ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৫১ এএম আপডেট: ০৩.০২.২০২৩ ৩:১১ এএম | অনলাইন সংস্করণ
প্রতি ঘন্টার নিউজের ফাঁকে ১৫ মিনিটের শান্তিময় ব্রেক পেতাম নিয়ম করে। দ্রুত পায়ে অফিসের কাছে পল্টনের একটি চায়ের দোকানে পৌঁছতাম কলিগরা।রাস্তার ধারের এই দোকানটিতে কাটানো সময়গুলো ছিলো জীবনের অন্যতম সুখের ক্ষন। আহা। এ সুখক্ষনের অনুষঙ্গ পেতাম দু একজন বিখ্যাত জনের।
বিশেষ নজর কাড়তো দারুন এক সৌম্য মানুষের। ধ্রুব এষ। বরাবর শান্ত মানুষটি সাধারন একটি চপ্পল পায়ে হেঁটে যেতেন আমাদের পাশ দিয়ে। কি নিরহঙ্কার সে দৃশ্য দেখেছি বহুবার।
আজ এই ছবি দেখে ধ্রুব দার প্রতি শ্রদ্ধা আরও একটু বাড়লো। ধ্রুব এষ, বাংলাদেশের অসংখ্য বইয়ের প্রচ্ছদ শিল্পী। লেখক। সেই চপ্পল পরেই নিলেন পুরষ্কার। অভিনন্দন দাদা।