প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ৫:৫৬ পিএম | অনলাইন সংস্করণ

জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার নিয়ে নির্বাচন কমিশন (ইসি) পুরোপুরি নিশ্চিত হতে পারছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তিনি বলেন, আদৌ ইভিএম এভেইলেবল হবে কিনা, আমরা কী পরিমাণ আসনে ইভিএম ব্যবহার করতে পারবো সে বিষয়ে কোনও নিশ্চিত সিদ্ধান্ত হয়নি।
বুধবার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এমন মন্তব্য করেন।
এর আগে, ইইউ'র হেড অব ডেলিগেশন চার্লস হোয়াইটলির নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল সিইসি, তিন নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
সিইসি বলেন, ইভিএম সম্পর্কেও উনারা জানতে চেয়েছিলেন, কোনো অবিশ্বাস আছে কি না? বলেছি, ইভিএম নিয়ে যে অবিশ্বাস ছিল তা অনেকটা কেটে গেছে। তবে এটাও জানিয়েছি ইভিএম নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারছি না।