প্রকাশ: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ৭:৫৯ পিএম | অনলাইন সংস্করণ

“অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমূখী পদক্ষেপ: প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ^ আগামীর বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ৩১ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদফতর, জাতীয় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে গতকাল শনিবার সকাল সোয়া ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ-মাহবুব-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। বিশেষ অতিথির বক্তব্য দেন, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও, গণপূর্ত বিভাগ চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ মহসিন।
জেলা সমাজসেবা দফতরের সমাজসেবা অফিসার (রেজিঃ) মোঃ ফিরোজ কবিরের স ালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ডাঃ রাকিবুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-৩ নাজনীন ফাতেমা, প্রতিবন্ধী সংস্থার শফিকুল ইসলাম, প্রতিবন্ধী আব্দুস সবুর, সাংবাদিক আজিজুর রহমান শিশির, সাংবাদিক কামাল সুকরানা, জমসেদ আলী প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ শরিয়তুল্লাহ। পরে, প্রধান অতিথি ১০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান এবং সৌহার্দের বন্ধন হিসেবে তাদেরকে কম্বল দেয়া হয়।