শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১

শিরোনাম: ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র    স্বর্ণের দাম ফের বাড়ল    বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল, খোলা তেলে কমল    বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে: কাদের    উপজেলা নির্বাচন : এমপি-মন্ত্রীদের সন্তান ও আত্মীয়রা প্রার্থী হতে পারবেন না    চুয়াডাঙ্গায় বইছে তীব্র তাপদাহ, হিট এলার্ট জারি    তিন দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন প্রতিনিধিদল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
অর্ধশত বছরের পুরাতন বাজার গুড়িয়ে দিলো প্রশাসন
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৯:৫৬ পিএম | অনলাইন সংস্করণ

বরগুনার তালতলীতে হঠাৎ নোটিশ ছাড়াই  ১৪৭ ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দিয়েছে প্রশাসন। এতে দক্ষিণাঞ্চলের অর্ধ শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী ছোটবগী বাজারের ১৪৭ জন ব্যবসায়ী পথে বসেছেন।

 বৃহস্পতিবার(০১ ডিসেম্বর) উপজেলার ছোটবগী বাজারে ঘটনা ঘটেছে। ব্যবসায়ীরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দ্রুত ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পুর্নবাসনের দাবী জানিয়েছেন স্থানীয়রা।

জানাগেছে, দক্ষিণাঞ্চলের তালতলী উপজেলার ঐতিহ্যবাহী ছোটবগী বাজার। অর্ধশত বছর পুর্বে এ বাজারটি স্থাপন করা হয়। প্রতি শুক্রবার এখানে হাট বসে। দক্ষিণাঞ্চলের বৃহত্তম গরু ও ধানের বাজার বসে এখানে। ৫০ বছর পুর্বে বাজার সংলগ্ন বন্যা নিয়ন্ত্রন বাঁধের উপরে ব্যবসায়ীরা ঘর নিমার্ণ করে ব্যবসা করে আসছেন। বৃহস্পতিবার সকালে নোটিশ ছাড়াই বরগুনা ভুমি অধিগ্রহন শাখার সিনিয়র সহকারী কমিশনার মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে  প্রশাসন ভেকু মেশিন দিয়ে ১৪৭ ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দিয়েছেন। ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেয়ায় ওই বাজারের ১৪৭ ব্যবসায়ী মালামাল নিয়ে বিপাকে পরে। ব্যবসায়ীদের অভিযোগ নোটিশ না দিয়ে প্রশাসন ১৪৭ ঘর ভেঙ্গে ফেলেছে। প্রতিষ্ঠানের মালামাল সরাতে দেয়নি। অনেক প্রতিষ্ঠানের মালামাল নষ্ট হয়েছে। তারা আরো অভিযোগ করেন, আগে নোটিশ দিলে আমরা নিজেরা মালামাল সরিয়ে নিজেদের মত করে ঘর ভেঙ্গে নিতাম কিন্তু প্রশাসন আমাদের সেই সুযোগ দেয়নি। দ্রুত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পুর্নবাসনের দাবী জানিয়েছেন স্থানীয়রা।

চায়ের দোকানদার শ্যামল, অরুন, বাবুল সিকদার ও শাখাওয়াত আলী গোলোন্দাজ কান্নাজনিত কন্ঠে বলেন, চায়ের দোহান দিয়া গুড়াগাড়া লইয়্যা খাইতাম। হেই পোতও রাহে নাই। মোগো দোহানগুলো ভাইঙা দিয়া গ্যাছে। মোরা এ্যাহন গুড়াগাড়া লইয়্যা কি খামু? তারা আরো বলেন, আগে মোগো দোহান ভাঙ্গতে কেউ কয় নাই। মোগো এ্যাহন পোতে বইতে অইবে।  



বাজারের ব্যবসায়ী দেলোয়ার হাওলাদার বলেন, বিশ বছর ধরে ব্যবসা করছি। কোন দিন ঘর ভাঙ্গার নোটিশ দেয়নি। হঠাৎ এসে বাজারের সকল ঘর ভেঙ্গে দিয়েছে। দোকানের মালামাল সরানোর সুযোগ দেয়নি। আমি এখন মালামাল নিয়ে কোথায় যাব?।

ছোটবগী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইজারাদার মোঃ মজিবুর রহমান বিশ্বাস বলেন, এক নিমিশে সব শেষ করে দিয়েছি। দীর্ঘ ৪০ বছর ধরে আওয়ামীলীগের রাজনীতি করি। আমার ঘরেই ছিল আওয়ামীলীগ অফিস। যেই অফিসে ২০০১ সালে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বসে নিবার্চনী কার্যক্রম পরিচালনা করেছেন। সেই অফিস নোটিশ ছাড়াই প্রশাসন ভেঙ্গে দিয়েছে। কি অপরাধ ছিল ছোটবগী বাজারের শত শত  ব্যবসায়ীদের?।  তিনি আরও বলেন. আগামী শুক্রবার থেকে এখানে আর হাট বসবে না এবং রাজস্ব আদায় বন্ধ থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দ্রুত ছোটবগী বাজারের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পুর্নবাসনের দাবী জানিয়েছেন তিনি।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (্এসও) মোঃ হিমেল বলেন, পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহনকৃত জমিতে অবৈধ ঘর উচ্ছেদে মাইকিং করা হয়েছে।  তারপরও ঘর ভেঙ্গে নেয়নি। তাই প্রশাসন অবৈধঘর ভেঙ্গে দিয়েছেন।

বরগুনা জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (ভুমি অধিগ্রহন শাখা) মোঃ মনিরুজ্জামান বলেন, পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহনকৃত জমির অবৈধঘর উচ্ছেদ করা হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]