প্রকাশ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৯:৫৩ পিএম | অনলাইন সংস্করণ

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসির ঐচ্ছিক তহবিল থেকে ৩৭ জন দুস্থদের মাঝে অনুদানের নগদ ২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অর্থ প্রদান করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ফেরদৌসী ইসলাম জেসি এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন। এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রতিটি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও মাতৃত্বকালিন ভাতাসহ অন্যান্য ভাতার ব্যবস্থা করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে পিছিয়ে নয়, এসব জনগোষ্ঠিকে এগিয়ে নিয়ে যাবার জন্য বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। যাতে করে তারা আত্মনির্ভরশীল হয়ে দেশের অগ্রযাত্রায় সামিল হতে পারে। ২০৪১ সালে উন্নয়নশীলে পরিণত হবে, সে লক্ষেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। পরে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ ৩৭ জন দুস্থদের মাঝে নগদ অর্থ তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, কৃষিবিদ ড. সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তোসিকুল ইসলাম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার প্রমুখ।