প্রকাশ: রোববার, ৭ আগস্ট, ২০২২, ৬:০১ পিএম | অনলাইন সংস্করণ

গাজীপুরের জয়দেবপুর টু চান্দনা-চৌরাস্তাগামী সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ অভিযান চালায় বাসন থানা পুলিশ।
রবিবার বিকালে গাজীপুর মহানগর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মালেক খসরু খান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- শহিদুল ইসলাম নবাব (২৪), মো. মোবারক হোসেন (১৯), মো. মামুন (২৪), সিরাজুল ইসলাম সিফাত (২১), মো. দেলোয়ার হোসেন দেলু (২৮) ও মো. রিপন মিয়া (২৮)।
পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে জয়দেবপুর টু চান্দনা-চৌরাস্তাগামী রাস্তার ওপর অভিযান চালানো হয়। এসময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও চার-পাঁচজন সদস্য দৌড়ে পালিয়ে যায়। পরে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ২টি চাপাতি, ২টি সুইচ গিয়ার চাকু ও ৬টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।
এই ঘটনায় বাসন থানায় মামলা রুজু হয়েছে। এছাড়াও আসামিদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা চলমান বলে জানান ওসি মো. মালেক খসরু খান।