টাঙ্গাইলে যুবককে হত্যা, স্ত্রী আত্মগোপনে
আব্দুস সাত্তার, টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৭:১০ পিএম | অনলাইন সংস্করণ

টাঙ্গাইল শহরের বিশ্বাসবেতকা ধোপাপাড়ায় আবু সাইদ (৩৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় তার স্ত্রী হৃদয় বানু আত্মগোপনে রয়েছে। আবু সাইদ সদর উপজেলার তারটিয়া গ্রামের ওমর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আবু সাইদ তার প্রথম ঘরের স্ত্রী সন্তান রেখে হৃদয় বানুকে বিয়ে করেন।হৃদয় বানুর এর আগে বিয়ে হয়েছিলো।প্রায় ছয় মাস আগে শহরের বিশ্বাস বেতকা ধোপাপাড়া তারা দুজনে হুমায়নের বাড়িতে বাসা ভাড়া নেয়। সেখানে হৃদয় বানু থাকতো।মাঝে মাঝে আবু সাইদ তার কাছে যেতো।বৃহস্পতিবার সকালে শিশুর কান্নার শব্দ শুনে স্থানীয় তাদের ঘরে যায়। আবু সাইদের লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের পাশে সাত মাসের একটি মেয়ে শিশু কান্না করছিলো।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাইদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।এ ঘটনায় তার স্ত্রী পলাতক আছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।বিষয়টি নিয়ে তদন্ত চলছে।